হবিগঞ্জ শহরে বিভিন্ন জায়গায় অভিযান করে ৩ জন পেশাদার চোর গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
বুধবার (২ ফেব্রুয়ারী) রাতব্যাপী এ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ জনি মিয়া (২৫) পিতা- আব্দুল আলী ২। মোঃ মোস্তাক আহমেদ (২৩) পিতা- মৃত কুতুব আলী, উভয় সাং- তেঘরিয়া, থানা ও জেলা- হবিগঞ্জ ৩। সজীব চৌধুরী (৩২) পিতা- মৃত আবু সুফিয়ান চৌধুরী, সাং- আনন্দপুর, কাকাইলছেও ইউপি, থানা- আজমিরীগঞ্জ বর্তমানে ০২নং পুল এলাকা, বড়বহুলায় ভাড়া বাসায় থাকে।
গ্রেফতারকৃত সজীব চৌধুরীর শহরের ২নং পুল এলাকায় ছোট ভাঙ্গারীর দোকানে থেকে বিভিন্ন চোরাইমাল ক্রয় করত বলে পুলিশ জানায়। পরবর্তীতে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।