হবিগঞ্জ শহরে দালালের সহায়তায় চলছে রমরমা ক্লিনিক-বাণিজ্য - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 12 December 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ শহরে দালালের সহায়তায় চলছে রমরমা ক্লিনিক-বাণিজ্য

তারেক হাবিব
December 12, 2022 9:58 am
Link Copied!

দালালের সহায়তায় রমরমা হয়ে উঠেছে প্রাইভেট ক্লিনিক-বাণিজ্য। সেবার নামে হবিগঞ্জ শহরের এসব ক্লিনিকে চলছে হয়রানি আর অর্থ আত্মসাৎ।

প্রয়োজনীয় সরঞ্জামাদি ও চিকিৎসক না থাকলেও রোগীদের কাছ থেকে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ক্লিনিক মালিকরা।

সেই সঙ্গে হবিগঞ্জ শহরের বিভিন্নস্থানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠছে প্রতিদিন গড়ে উঠছে নতুন নতুন ক্লিনিক। অতীতে মাঝে মাঝে দালাল বিরোধী ঝটিকা অভিযান হলেও সম্প্রতি এ চিকিৎসা খাতে কোন নজর নেই বললেই চলে।

জেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে দালালের তালিকা তৈরি করলেও সেটা আছে কাগজে কলমে। এদিকে, দালালদের ঢাল হিসেবে ব্যবহার করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছেন হবিগঞ্জ সদর হাসপাতালের সামনে থাকা ফার্মেসী ও শহরের প্রাইভেট ক্লিনিকের মালিকরা।

অনুসন্ধানে জানা গেছে, হবিগঞ্জ শহরের প্রায় সবকটি ক্লিনিকেরই কিছু দালাল রয়েছে। সকাল থেকে ভোর রাত পর্যন্ত প্রতিটা ক্লিনিকের নিয়োগকৃত দালালরা ঘাপটি মেরে বসে থাকে হবিগঞ্জ সদর হাসাপাতালের গেইটে।

গ্রাম- গঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষদের ভুল-বাল বুঝিয়ে উন্নত চিকিৎসার প্রলোভনে ভাগিয়ে নিয়ে যায় প্রাইভেট ক্লিনিক হাসপাতালে।

অপ্রয়োজনীয় সিজার, একাধিক টেস্ট, ভুয়া ডাক্তারসহ নানা সমস্যায় পড়ে সর্বস্ব খোয়া যাওয়ার পাশাপাশি ঘটে প্রাণহানির মত ঘটনাও। আবার ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হলে বিষয়টিকে ধামাচাপা দিতে ক্লিনিক মালিকদের সহায়তায় এগিয়ে আসতে দেখা যায় কোন কোন জনপ্রতিনিধিদেরও।

সম্প্রতি হবিগঞ্জ শহরের নতুন বাস স্টান্ড এলাকায় ফায়েজ জেনারেল হাসপাতালে হাসপাতালে ভুল অপারেশনে আয়লা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু ঘটনায় ৩ লাখ টাকায় রফাদফা করে হাসপাতাল কর্তৃপক্ষ। আয়লা বেগম হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের বগুলাখাল এলাকার ইয়াদ আলীর স্ত্রী।

এ নিয়ে রোগীর স্বজনরা কোনো আইনি পদক্ষেপ নিতে পারবেন না মর্মে একটি লিখিতও নিয়েছে তারা। সরেজমিনে দেখা গেছে, প্রয়োজনীয় সরঞ্জামাদি ও চিকিৎসক না থাকলেও এসব ক্লিনিকে রোগীদের কাছ থেকে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন মালিকরা।

তবে এর পেছনে ক্লিনিক মালিকদের প্রধান সহযোগী হিসেবে ভূমিকা রাখছে ওই দালাল চক্র। এর পাশাপাশি মূলত বিভিন্ন পাড়া-মহল্লায় গড়ে ওঠা ফার্মেসির ওষুধ বিক্রেতাও ক্লিনিক মালিকদের আরও একটি হাতিয়ার।

এর মধ্য দিয়ে রোগীর বিলের অর্ধেক টাকা চলে যায় ওষুধ বিক্রেতাদের পকেটে। আর বাকি অর্ধেক টাকা আসে ক্লিনিক মালিকদের পকেটে। তবে এর বিনিময়ে সামান্যতম সুচিকিৎসাও পাচ্ছেন না ভুক্তভোগী রোগীরা।

হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক বলেছেন, যারা চিকিৎসা সেবায় অবহেলা বা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।