হবিগঞ্জ সদর : শহরের গার্নিং পার্ক এলাকার এসডি প্লাজার মালিকের বাসা থেকে পুষ্প চৌধুরী (২৫) নামে এক গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল (১০ জুলাই) সকালে লাশটি বাসায় ফ্যানের সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ সাথে ২,টি চিঠি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূএে জানা যায় পুস্প চৌধুরী বানিয়াচং উপজেলার চন্ডীপুর গ্রামের প্রবাল চৌধুরীর মেয়ে। প্রায় ৫ বছর পূর্বে ১৪ বছর বয়সে ময়মনসিংহের খালিয়াজুড়ির বাসিন্দা প্রাঞ্জল দাসের সাথে তার বিয়ে হয়। তখন সে পঞ্চম শ্রেণির ছাত্রী। স্বামী মানসিক ভারসাম্যহীন হওয়ায় এক বছর পর সেখান থেকে চলে আসেন। প্রাঞ্জল চৌধুরীর স্ত্রী পুষ্প এসডি প্লাজার মালিক শংকর দাসের বাসায় গৃহ পরিচারিকার হিসাবে অনেক দিন যাবত কাজ করে আসছেন তিনি ।
পুষ্পের ভাই কৃষ্ণ চৌধুরী জানান, বিয়ের পূর্বেই প্রাঞ্জল দাস পাগল ছিলেন। কিন্তু তার পরিবার বিষয়টি গোপন রেখেই আমার বোনের সাথে বিয়ে দেয়। প্রায় এক বছর সংসারের পর তারাই পুষ্পকে ফিরিয়ে দেয়। তবে সেখান থেকে এসে আমার বোন বাড়ি ফিরেনি। বিভিন্ন স্থানে গৃহ পরিচারিকার কাজ করছিল।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মৃতের পরিবারেরও কোন অভিযোগ নেই। এ ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু হয়েছে।