হবিগঞ্জ শহরে এক কিশোরের নামে কোটি টাকার সম্পত্তি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 10 September 2024

হবিগঞ্জ শহরে এক কিশোরের নামে কোটি টাকার সম্পত্তি

তারেক হাবিব
September 10, 2024 10:14 am
Link Copied!

চাল-চলন ও আচরণ দেখে বুঝার উপায় নেই তিনিই মিস্টার নার্স। চলাফেরা করেন ব্যক্তিগত পরিবহনে সব কিছুতেই যেন একটা রাজকীয় ভাব। মাত্র ৮ হাজার টাকা বেতনে সরকারি চাকুরিতে প্রবেশ করে এখন তিনি কোটি টাকার মালিক। হবিগঞ্জ শহরে নামে বেনামে ক্রয় করেছেন সম্পত্তি। বিতির্কিতভাবে সংসার পেতেছেন সহকর্মী ইতি রানী ডালি নামে ভিন্ন ধর্মের এক নারীর সাথে। তার আয় বহির্ভূত সম্পত্তিতে কানাডায় বিলাসী জীবনযাপন করছেন পুত্র মোস্তাফিজুর রহমান আখঞ্জি।

অভিযুক্ত ব্যক্তি হবিগঞ্জ ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতালের স্টাফ নার্স মোশারফ আখঞ্জি ও বানিয়াচং উপজেলার লামাপাড়া গ্রামের মহরম আলী আখঞ্জির পুত্র। মোশারফ আখঞ্জি স্বাস্থ্য সেবা বিভাগে নার্স হিসেবে চাকুরিতে যোগদান করেন ১৯৯৯ সালের ২০জুন। আনুমানিক ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জের দায়িত্বে ছিলেন তিনি। এ সময় তৎকালীন আরএমও ডাঃ সোলায়মান খানকে ম্যানেজ করে দেদারছে করেছেন এমসি বাণিজ্য। দাপ্তরিক বিভিন্ন কাজে স্বাক্ষর জালিয়াতি করে ফায়দা হাসিলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়াও তথ্য গোপন করে সরকারি চাকুরি রেখে নিয়ম বহির্ভূতভাবে সৌদিতে অবস্থান করেছেন সাড়ে তিন বছরের মত।

দৈনিক আমার হবিগঞ্জের অনুসন্ধানে বেরিয়ে এসেছে মোশারফ আখঞ্জির কিছু আয় বহির্ভূত সম্পদের তথ্য। জানা যায়, মোশারফ আখঞ্জি তার অপ্রাপ্ত বয়স্ক সন্তানের নামে হবিগঞ্জ শহর ও বানিয়াচংয়ে ক্রয় করেছেন আনুমানিক ১ কোটি টাকার সম্পত্তি। যার পুরোটাতেই তিনি কর ফাঁকি দিয়েছেন। একমাত্র সন্তান মোস্তাফিজুর রহমান আখঞ্জিকে বসবাস করার সুযোগ করে দিয়েছেন ইউরোপের দেশ কানাডায়।

হবিগঞ্জ শহরের সূর্যমুখী জেনারেল হাসপাতালের ১ম ও ২য় শাখার ৪০ লাখ টাকার শেয়ার (অংশীদারিত্ব) কিনেছেন সন্তানের নামেই। সুত্র জানায়, ১০ম স্কেলের এই সরকারি চাকুরিজীবির বর্তমান বেতন প্রায় ৩০ হাজার টাকা। কর ফাঁকি ও আয় বহির্ভূত অর্থ গোপন রাখতেই অপ্রাপ্ত বয়স্ক সন্তানের নামে সম্পত্তি ক্রয় করেছেন মোশারফ আখঞ্জি। তবে সন্তানের নামে ক্রয়কৃত সকল সম্পত্তির কর পরিশোধ আছে বলে দাবি করলেও সরেজমিন অনুসন্ধানে এমন তথ্যের কোন সত্যতা পায়নি দৈনিক আমার হবিগঞ্জ।

 

 

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়