স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলাসহ শহরের বাজার গুলোতে অবাদে বিক্রি হচ্ছে নিষিদ্ধ বিষাক্ত পিরানহা ও আফ্রিকান মাগুড় মাছ। এ
মাছ বিক্রি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই।
রবিবার(৩১ অক্টোবর) সরেজমিনে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার, শায়েস্তানগর মাছ বাজার ঘুরে এমনই চিত্র দেখা যায়। শুধু শহরেই নয়, জেলার কয়েকটি উপজেলার গ্রামগঞ্জে সাধারণ মানুষদের ভুল বুঝিয়ে অবাদে বিক্রি করা হচ্ছে এ মাছ। দ্রুত এ মাছ বিক্রি বন্ধের দাবী জানিয়েছেন জেলার সচেতন নাগরিকরা।
এক শ্রেণীর অসাধু মৎস ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় এ ব্যবসা চালিয়ে যাচ্ছে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশের মতো ২০০৮ সালের ফেব্রুয়ারী থেকে বাংলাদেশ সরকারও রাক্ষুসে স্বভাবের কারণে পিরানহা মাছ চাষ, উৎপাদন, পোনা উৎপাদন, বংশ বৃদ্ধি, বাজারে বিক্রি এবং বাজার থেকে ক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে বাংলাদেশ সরকার। এছাড়া ২০১৪ সালের জুন থেকে আফ্রিকান মাগুরের আমদানি, উৎপাদন, বিপণনের উপরও নিষেধাজ্ঞা দেয়া হয়।
পিরানহা মাছ ও আফ্রিকান মাগুর মাছের উৎপাদন, বিপণন, বিক্রি ও সংরক্ষণ স্থায়ীভাবে বন্ধ করা না গেলে বাংলাদেশের ২৬০ প্রজাতির স্বাদু পানির মাছ এবং ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ অধিকাংশ বিলুপ্ত হয়ে যাবে।
প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিস রুলস, ১৯৮৫ এর কয়েকটি ধারা সংশোধন করে আফ্রিকান মাগুরের উপর এ নিষেধাজ্ঞা জারি করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এছাড়া বিদেশ থেকে আফ্রিকান মাগুর ও পিরানহা মাছ, মাছের রেণু ও পোনা আমদানি করলে জেল জরিমানার বিধান রেখে মৎস্য সংঘ নিরোধ আইন-২০১৭ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ।
এই আইন অমান্য করলে দুই বছরের জেল ও পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে।
হবিগঞ্জের বাজার গুলোতে নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুড় মাছ বিক্রি বন্ধ করা হবে কি না এবং বাজার তদারকির বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, নিয়মিত বাজার তদারকি করা হয়। আফ্রিকান মাগুড় পিরানহা মাছ বিক্রির কোন তথ্য পাওয়া গেলে তাৎক্ষনিক অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ব্যবসায়ীরা অল্পমূল্যে এ মাছ ক্রয় করে গ্রামের সাধারণ মানুষের কাছে সামুদ্রিক রূপচাঁদা বলে বিক্রি করছে। গ্রামের নিম্ন ও মধ্যবিত্ত মানুষ না বুঝে এ মাছ ক্রয় করছে। তাদের ধারণা এ মাছ বিষাক্ত হলেও রান্না করলে ওই বিষ আগুনের তাপে নষ্ট হয়ে যায়।
রবিবার হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার, শায়েস্তানগর, নতুন বাসস্টান্ড মাছ বাজারসহ আরও কয়েকটি বাজারে ঘুরেদেখা গেছে, মাছের স্টল ও সড়কের পাশে বিষাক্ত পিরানহা মাছ
বিক্রি চলছে, ১৩০ থেকে ১৬০ টাকা কেজি দরে।
চৌধুরী বাজরের মাছ ক্রেতা নোমান বলেন, ‘রূপচাঁদা মাছ বলে বিক্রেতা আলম উদ্দিন আমার কাছে এ মাছ বিক্রি করেছে। আমিও তার কথায় বিশ্বাস করে কিনে এনেছি।
উমেদনগরের নুর হোসেন বলেন, ‘মানুষ না বুঝে নিষিদ্ধ রাক্ষসী পিরানহা মাছ কিনে নিয়ে যাচ্ছে। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ মাছ বিক্রি বন্ধের দাবী জানাই। মাছ বিক্রেতা জনৈক মাছ বিক্রেতা পিরানহা মাছকে সামদ্রিক রূপচাঁদা বলে বিক্রির কথা স্বীকার করে বলেন, ‘আড়ৎ মালিকরা প্রশাসনের সামনে আমাদের কাছে বিক্রির জন্য দিচ্ছে, তাই আমরাও গ্রামে বিক্রি করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী বলেন, উপজেলা মৎস্য অফিসের লোকজনকে ম্যানেজ করেই পিরানহা মাছ
রূপচাঁদা হিসেবে বিক্রি করা হচ্ছে।
তারা আরও বলেন, উপজেলা মৎস্য অফিস তো এ মাছ বিক্রি নিষিদ্ধ তা আমাদের কখনো বলেনি।