খায়রুল ইসলাম সাব্বির || হবিগঞ্জ শহরের তেঘরিয়া এলাকা থেকে এক গৃহবধূর ঝুলন্ত শাল উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
শনিবার (১২ ডিসেম্বর) আনুমানিক সকাল ১১ ঘটিকায় সদর উপজেলার তেঘরিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত গৃহবধূ আছমা খাতুন ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর এলাকার বাসিন্দা দুটি সন্তান রয়েছে তার। এ ঘটনায় পর থেকেই পলাতক রয়েছেন নিহত আছমা খাতুন নির্মাণ শ্রমিক স্বামী জুয়েল মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল মিয়া ও তার স্ত্রী নিহত আসমা খাতুনের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায় সময় ঝগড়া হতো শুক্রবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয় বলে জানা যায়,পর দিন শনিবার সকালে আছমা খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তার স্বজনরা বিষয়টি স্থানীয় দের কানের গেলে। স্থানীয়রা সদর থানায় খবর ঘটনা স্থলে পুলিশ পৌছে নিহত আছমা খাতুনের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) খুর্শেদ আলম ” দৈনিক আমার হবিগঞ্জ ” কে জানান, নিহত আছমা খাতুনের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে, ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহতের স্বামী, তবে এটি হত্যা না আত্নহত্যা তা জানা সম্ভবনা ময়নাতদন্ত রিপোর্ট আসলেই পাওয়া যাবে আসল ঘটনা।
এ দিকে নিহত আছমা খাতুনের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।