হবিগঞ্জ শহরের চাষীবাজারে পৌরসভার নামে চলছে চাঁদাবাজি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 10 November 2021

হবিগঞ্জ শহরের চাষীবাজারে পৌরসভার নামে চলছে চাঁদাবাজি

Link Copied!

তারেক হাবিব :   হবিগঞ্জ শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পণ্যবাহী যানবাহন ও কাঁচা বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে পৌর টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষের নাম ভাঙ্গিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করছে একটি
চক্র। আর এদের কারণে অতিষ্ঠ চাষীবাজারের কাঁচামাল ব্যবসায়ীরা। যার প্রভাব পড়ছে সাধারণ ক্রেতার ওপর।

 

শুধু বাজারের আসা কাঁচামাল ব্যবসায়ীরা নয়, চাঁদাবাজদের হাত থেকে বাদ পড়েনি জেলায় বাহির থেকে আসা কাঁচামাল পরিবহনকারী পণ্যবাহী যানবাহনও। সরেজমিনে মঙ্গলবার (৯নভেম্বর) সকালে হবিগঞ্জ চাষীবাজার ঘুরে দেখা যায়, শেখ বাচ্চু ও কামাল শিকদার নামে দুই ব্যক্তি হাতে লাল রঙ্গের রেজিস্টার খাতা নিয়ে ব্যবসায়ীদের দ্বারে দ্বারে ঘুরে সংগ্রহ করছেন চাঁদা। তবে চাঁদা সংগ্রহ করলেও বিনিময়ে কাউকে দেন না রশিদ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ছবি : চাঁদা আদায়ের সময় খাতা হাতে শেখ বাচ্চু ও তার সহযোগী কামাল শিকদার

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ভিটায় বসা দোকানদারদের কাছ থেকে ১০০ টাকা, মাটিতে বসা কাঁচামাল ব্যবসায়ীদের ১২০ টাকা, ঢালা ব্যবসায়ীদের ৬০ কাছ থেকে টাকা হারে আদায় করা হচ্ছে চাঁদা। স্থানীয় একটি শক্তিশালী চাঁদাবাজ সিন্ডিকেট এভাবেই প্রায় ১০০টি দোকান থেকে দৈনিক ১০ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের কথামত চাঁদা না দিলেই ব্যবসায়ীদের গালমন্দসহ নির্যাতন করা হয়। ঠিকমতো দোকান বসতে দেয়া হয় না। দোকানের মালামাল চুরিসহ নানা ধরনের ঝামেলা সৃষ্টি করা হয়।

 

এসব কারণে সবজিসহ অন্যান্য কাঁচামালের দামে সবসময়ই হেরফের হয়। তাদের দাবী হবিগঞ্জ পৌরসভার থেকে বিশেষ লীজ নিয়ে টোল আদায় করছেন তারা। আর হবিগঞ্জ পৌরসভা এটা লীজ নিয়েছে সড়ক ও জনপথ থেকে। তবে এ ব্যাপারে সড়ক ও জনপথ হবিগঞ্জে যোগাযোগ করা হলে পৌরসভাকে লীজের কোন সত্যতা পাওয়া যায়নি।

 

ভুক্তভোগী ব্যবসায়ীদের ভাষ্য, চাঁদাবাজির কারণে ইচ্ছে থাকলেও সবজিসহ অন্যান্য কাঁচামালের দাম কমানো সম্ভব হয় না। এখন অনেক সবজি বাজারে আসছে। সরবরাহও বেশি, অথচ দাম কমছে চওড়া। স্থানীয় গাউছিয়া বানিজ্যালয়ের সত্তাধিকারী শফিক মিয়া জানান, প্রতিদিন সকালে তাকে ১০০ করে টাকা দিতে হয়। তবে টাকা দিলেও এর বিনিময়ে পান না কোন রশিদ।তাদের বোকা বানিয়ে ওই চক্রটি হাতিয়ে নিচ্ছে টাকা। কাচাঁমাল ব্যবসায়ী কুতুব উদ্দিন জানান, তাকে প্রতিদিন ৬০ টাকা করে দিতে হয়। গত ৪দিন তিনি দোকানে ছিলেন না। এই ৪ দিনে ২৪০টাকা জমা হয়েছে তার। দোকানে বসা মাত্রই তাকে এ টাকা পরিশোধ করতে হবে।

 

টাকা পরিশোধ করতে ইতোমধ্যে তাগিদ দিয়েছেন শেখ বাচ্চু নামে ওই লোক। বাজারে চা ব্যবসায়ী টেনু মিয়া জানান, সকালে ব্যবসা হয় না হয় তাকে ৬০ টাকা দিতে হয়। টাকা না দিলে ব্যবসা করা সম্ভব না। আব্দুর রহমান নামে আরেক ব্যবসায়ী জানান, প্রতিদিন সকালে হাতে
খাতা নিয়ে টাকা উত্তোলন করা হয়। টাকা না দিলে এখানে ব্যবসা করতে দেয়া হবে না বলে প্রচার করা হয়। তাই পেট বাচাতে বাধ্য হয়েই টাকা
দিতে হয়।

 

চাদাঁ উত্তোলনকারী শেক বাচ্চুর সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, হবিগঞ্জ পৌরসভা থেকে লীজ
নিয়েছে তার ছোট ভাই শেখ মামুন। তিনি শুধু বিষয়টি দেখবাল করেন। লীজের বিষয়ে বিস্তারিত তিনিই বলতে পারবেন। কামাল শিকদার নামে তার আরেক সহযোগী জানান, শেখ মামুন লীজ নিয়েছে। তিনি টাকা উত্তোলনের কোন রশিদ দেননি। দিলে তা ব্যবসায়ীদের দেয়া হতো। ৪/৫দিন
আগে বাজারে মাইকিং করে লীজ গ্রহন ও চাদা প্রদানের বিষয়টি সবাইকে অবগত করেছেন শেখ মামুন।

 

হবিগঞ্জ জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, চাষীবাজার এলাকায় সড়ক বিভাগের কোন লীজ নেই। তবে বিষয়টি তিনি জেনেছেন কে বা কারা সেখান থেকে লীজের নামে টোল আদায় করছে। এ ব্যপারে প্রশাসনের মহলকে চিটি দেয়া হয়েছে খুব শীঘ্রই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দখলদারদের উচ্ছেদ করা হবে।

 

 

এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সেলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘লীজের বিষয়ে কোন কিছু তার জানা নেই। পৌরসভা বিচ্ছিন্ন ভাবে কোন টোল আদায় করে না’।

হবিগঞ্জ সদর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়