ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্ধারিত মূল্য তালিকার বাহিরে গিয়ে অতিরিক্ত টেস্ট ফি আদায় করছে হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতাল লিমিটেড কর্তৃপক্ষ।
ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নির্ধারিত মূল্য তালিকা থাকলেও ওই হাসপাতাল কতৃপক্ষ মানছে না কোন নিয়ম। আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা। অভিযোগ ভুক্তভোগীদের। শুধু তাই নয়, নানা অপচিকিৎসার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
সুত্র জানায়, হবিগঞ্জ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির মূল্য তালিকায় ইউএসজি অব হোল এবডোমেন (কালার) এর টেস্ট ফি নির্ধারিত করা আছে ১১’শ টাকা। কিন্তু হবিগঞ্জ শহরের চাদেঁর হাসি হাসপাতাল লিমিটেডে এই টেস্ট মূল্য রাখা হচ্ছে ১২’শ টাকা।
দৈনিক প্রায় ৫০টি টেস্ট থেকে মাসে গড়ে প্রায় দেড় লাখ টাকা সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ব্যাপারে কেউ কোন প্রতিবাদ করেও পাচ্ছেন না কোন প্রতিকার।
ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল বারী আউয়াল দৈনিক আমার হবিগঞ্জ’কে বলেন, ‘আমি এই মহূর্তে ঢাকা অবস্থান করছি। ঢাকা থেকে ফিরে একটা মিটিংয়ের আয়োজন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।
চাদেঁর হাসি হাসপাতাল লিমিটেডের প্রকল্প পরিচালক, কাউছার আহমেদ রুমেল জানান, আমরা কোন সমিতিতে নেই। আমাদের টেস্ট ব্যবস্থা উন্নত মানের তাই টাকা বেশী নেয়া হয়।
এর আগে, ভূল অপারেশনে জরায়ু কেটে মা ও নবজাতকে হত্যার অভিযোগ উঠে ওই হাসপাতালের বিরুদ্ধে। এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারী ২০২০ইং তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। মামলার বাদী গোপায়া ইউনিয়নের যাত্রাবড়বাড়ি গ্রামের মৃত নূর হোসেনের পুত্র মুমিন মিয়া।
এ মামলায় আসামি করা হয় চাঁদের হাসি হাসপাতালের ডাঃ হালিমা নাজনীন মিলি, ডাঃ আশিক আহমেদ, ল্যাব ইনচার্জ আনোয়ার হোসেন ও নার্স মমতাজ আক্তার রিনাসহ আরও দুইজনকে।
শুধু তাই নয়, বেশ কিছুদিন আগে একই হাসপাতালে মল্লিকা দাস (৩৮) নামে এক সিজারিয়ান নারীর অপারেশনের পর পেটে তোয়ালে রেখেই সেলাই করেন এসকে ঘোষ নামে এক ডাক্তার।
পরে তার অবস্থার অবনতি হলে পুনরায় আবার শহরের সিনেমহল এলাকার হেলথ কেয়ার ক্লিনিকে ওই নারীকে অপারেশন করে তার পেট থেকে তোয়ালে বের করা হয়। মল্লিকা দাস আজমিরীগঞ্জের কাকাইলছেও গ্রামের সঞ্জীব সরকারের স্ত্রী।
এদিকে, বেসরকারি ক্লিনিকগুলো রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করছে কি না, তা তদারকি করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জাহিদ মালেক বলেন, ‘অপ্রয়োজনীয় সিজার এবং অতিরিক্ত ফি দিতে রোগীদের বাধ্য করা হচ্ছে কি না, তা তদারকি করতে বেসরকারি ক্লিনিক পরিদর্শনের জন্য আমরা ডিসিদের অনুরোধ করেছি’।
সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করা হয়েছে এবং সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এখন আমাদের অগ্রাধিকার হচ্ছে উপজেলা পর্যায়ে রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করা।’