হবিগঞ্জ শহরতলীর তেঘরিয়ায় স্কুল ছাত্র ইসমাইল হত্যাকান্ড তদন্তে নয়-ছয় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 23 September 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ শহরতলীর তেঘরিয়ায় স্কুল ছাত্র ইসমাইল হত্যাকান্ড তদন্তে নয়-ছয়

Link Copied!

স্টাফ রিপোর্টার :  হবিগঞ্জ শহরতলীর তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ইসমাইল হত্যাকান্ডের ঘটনায় ১৯ মাসেও উদ্ধার হয়নি ঘটনার মূল আলামত মোবাইল ফোন। এদিকে, মামলার প্রধান আসামী ঘাতক সাইমন জামিনে বেরিয়ে এসে ঘুরাফেরা করছে প্রকাশ্যে। তবে মামলার তদন্ত ও ঘটনার মূল আলামত মোবাইল ফোন উদ্ধার নিয়ে চলছে নয়-ছয়।

 

এ ব্যাপারে মামলার বাদী হবিগঞ্জ সদর থানার তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ঠ না হয়ে আদালতে নারাজি প্রদান করেছেন বলে জানা গেছে। মামলার বাদী নিহতের চাচা মোঃ টেনু মিয়া দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, শিশু ইসমালই হত্যাকান্ডের ঘটনায় হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়। এ মামলায় ঘাতক সাইমনকে গ্রেফতার করে পুলিশ।

 

 

 

 

 

 

ছবি : নিহত ইসমাইল হোসেন এর ফাইল ছবি

 

 

 

 

 

 

 

আদালতে ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দী প্রদান করে সে। তবে হত্যাকান্ডের মূল আলামত মোবাইল ফোন উদ্ধার না করে অজ্ঞাত আসামীদের কৌশলে বাদ দিয়ে একজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা  হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী।

 

মোবাইল ফোন উদ্ধার না করা এবং বাদীর সন্দেহবাজন আসামীদের বাদ দিয়ে প্রতিবেদন দাখিল করার বিষয়টি আদালতে উল্লেখ করে নারাজির আবেদন করা হয়েছে। হবিগঞ্জ সদর থানার তদন্ত প্রতিবেদনে বাদী ন্যায় বিচার বঞ্চিত হতে পারেন বলেও জানান তিনি। মামলার বাদী পক্ষের আইনজীবি মুহিবুর রহমান বাহার জানান, পুলিশের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে আদালতে নারাজী প্রদান করেছেন বাদী।

 

এ ব্যাপারে আগামী ২৫ অক্টোবর যথাযত আদেশ প্রদান করবেন আদালত। তবে মামলার আলামত উদ্ধার না করে একজনকে আসামী করে তদন্ত সম্পন্ন করায় ন্যায় বিচার বঞ্চিত হবার আশঙ্কা করছেন বাদী।

 

 

 

 

 

 

 

ছবি : পুলিশের হাতে গ্রেফতার হওয়া ঘাতক সাইমন

 

 

 

 

 

 

 

 

 

উল্লেখ্য, তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ইসমালই হোসেন (১১ কে ভালবেসে দামী মোবাইল ফোন কিনে দেন সৌদি প্রবাসী পিতা ফারুক মিয়া। তবে সৌদি থেকে পিতার পাঠানো দামী মোবাইল ফোনই যমদূত হয়ে আসে একমাত্র পুত্র ইসমাইলের জীবনে।

 

দামী মোবাইল ফোনের উপর কূ-দৃষ্টি পড়ে প্রতিবেশী কদর আলীর পুত্র হবিগঞ্জ জেকে স্কুলের ১০ শ্রেনীর ছাত্র সাইমনের। বিভিন্ন প্রলোভন দিয়ে মোবাইল ফোন হাতিয়ে নিতে গত ১০ জানুয়ারী বিকেল সাড়ে ৩টার দিকে সাইমন ইসমাইলকে কৌশলে নাটক বানানোর অযুহাতে চরহামুয়া খোয়াই নদীর পাড় এলাকায়। নাটকের কথা বলে ইসমাইলের হাত-পা বেঁধে ফেলে। নাটক মনে করে ইসমাইল কোন বাধা দেয়নি। হাত পা বেধে মুগুর দিয়ে সাইমন ইসমাইল এর মাথায় উপর্যুপরি আঘাত করলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

 

পরে লাশ নদীতে ফেলে সাইমন মোবাইল নিয়ে বাড়ীতে চলে আসে। এ ঘটনার ৪ দিনপর নদীতে লাশ ভাসতে দেখে পুলিশ উদ্ধার করে মূল অভিযুক্ত সাইমনকে আটক করে।

 

এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলীর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করার হলে তিনি কল রিসিভ করেননি।