হবিগঞ্জ-লাখাই সড়কে রাখা বালিতে স্লীপ করে রবিবার (৬ মার্চ) রাতে সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় তিন জন আহত হয়েছেন। লাখাই উপজেলার সুনেশ্বর গ্রামের সাবেক মেম্বার মুইদর মিয়া, সুহেল মিয়া, সিএনজি চালক সুর মিয়া সহ মোট তিনজন এ ঘটনায় আহত হন।
সিএনজি-অটোরিকশা টি হবিগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে লাখাই উপজেলার বুল্লা বাজারে আসার পথে ধল গ্রামের টংটং শাহের মাজারের ব্রীজের নিকট হবিগঞ্জ লাখাই সড়কের নির্মাণ কাজে ব্যবহৃত রাস্তায় রাখা স্তূপীকৃত বালিতে দুর্ঘটনায় পতিত হয়।
জানা যায়, হবিগঞ্জ লাখাই সড়কে গত কয়েক বছর ধরে ঢিমেতালে চলছে নির্মাণ কাজ। প্রায় ৫ বছর আগে নির্মাণ কাজ শুরু হলেও এখনও পুরোপুরি শেষ হয়নি। সড়কের বিভিন্ন স্থানে গত কিছুদিন ধরে বালি ফেলে দুপাশ ভরাট করন চলছে।
একাজে দায়িত্বশীলদের অবহেলার কারণে প্রায়ই সড়কের উপর নির্মাণ কাজের বালি ফেলে রাখা হয়। নির্মাণ কাজ চললেও কোথাওই সাবধানতা মূলক কোন সাইনবোর্ড ব্যবহার করা হয় না। এতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় পড়ছে এ রাস্তায় চলাচল কারী যানবাহন।