হবিগঞ্জ-লাখাই সড়ক জনভোগান্তির চরমে - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 15 July 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ-লাখাই সড়ক জনভোগান্তির চরমে

Link Copied!

 

লাখাই প্রতিনিধ : হবিগঞ্জ লাখাই সড়কে নানাভাবে ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। একদিকে বুল্লা বাজার ও বেকিটেকার ব্রীজ নির্মাণ কাজ চলায় বিকল্প সড়কে পানি উঠে গিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে অপরদিকে হবিগঞ্জ শহরের প্রবেশমুখ এবং বুল্লা বাজার সড়কে বড় বড় গর্ত তৈরি হয়ে সড়ক ভেঙে গিয়েছে। সব মিলিয়ে এই রাস্তাটি হয়ে উঠেছে চরম জনভোগান্তির আরেক নাম।

বুল্লা বাজারের ব্রীজ তৈরির কাজ চলায় যাতায়াতের জন্য বিকল্প সড়ক তৈরি করেন ঠিকাদার। কিন্তু ঠিকাদারের অদূরদর্শিতা এবং নিদারুণ অবহেলায় বিকল্প সড়ক তৈরি করা হয় অনেক নিচু করে।

ফলশ্রুতিতে বর্ষার পানি বেড়ে উঠতেই সড়কটি তলিয়ে যায় পানিতে। একই অবস্থা বেকিটেকার ব্রীজটির সংযোগ সড়কের ক্ষেত্রেও বিরাজ করছে। বেকিটেকার ব্রিজ এর সংযোগ সড়কের অস্থায়ী ব্রীজটি তলিয়ে গিয়েছে বর্ষার পানিতে। এর ফলশ্রুতিতে যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। যেকোনো মুহূর্তে ঘটতে পারে মর্মান্তিক দুর্ঘটনা। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকায় রয়েছে লক্ষাধিক মানুষ।

এদিকে হবিগঞ্জ-লাখাই সড়ক এ মোতালেব চত্বর হতে রিচি ইউনিয়ন পরিষদ পর্যন্ত, এবং বুল্লা সড়ক বাজারে রাস্তাটিতে দীর্ঘদিন ধরে কাজ চলায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। ইদানিং বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে রাস্তার গর্তগুলোতে পানি জমে থাকে। ফলে কাদা তৈরি হয়েছে স্থানগুলিতে। এতে করে সবধরণের যানবাহন এবং পথচারীদের চলাফেরা করতে মারাত্মক অসুবিধা হচ্ছে। সেই সাথে যুক্ত হয়েছে অসহনীয় যানজট। বুল্লা সড়ক বাজার ও মোতালেব চত্বরের নিকটবর্তী রাস্তার যানজট যেন মানুষের নিত্যসঙ্গী।

প্রশাসনের পক্ষ থেকে বারবার উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় টমটম ড্রাইভার, রিকশাচালকদের অসহযোগিতার কারণে যানজট দূর করা সম্ভব হচ্ছে না। যানজট দূরীকরণে প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও এসব চালকেরা রাস্তার উপরেই তাদের গাড়ি রেখে দেন। সেজন্যেই রাস্তা বন্ধ হয়ে যানজট তৈরি হয়। যানজটের কারণে সড়কের ঐ সমস্ত স্থানে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।

হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কটি ব্যবহার করে প্রতিদিন শত শত যানবাহন ও হাজার হাজার মানুষ চলাফেরা করেন। স্থানীয় বাসিন্দারা জানান প্রশাসন কঠোর ভূমিকা না নিলে যানজট দূর করা সম্ভব হবে না। পাশাপাশি রাস্তার ভাঙ্গা অংশগুলিকে মেরামত করে স্বাভাবিক চলাচল এর উপযুক্ত করতে এবং বিকল্প শক্তির সমস্যার সমাধান করতেও প্রশাসনের কাছে দাবি জানান তারা।

 

 

এব্যাপারে লাখাই উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব লুসিকান্ত হাজং ‘দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান সড়কের তলিয়ে যাওয়া অংশগুলি মাননীয় হবিগঞ্জ জেলা প্রশাসক মহোদয় দেখে গিয়েছেন। যেহেতু বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সেহেতু আশা করছি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপে এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।