হবিগঞ্জ-মাধবপুর রোডে অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে লোকাল বাস - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 28 June 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ-মাধবপুর রোডে অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে লোকাল বাস

Link Copied!

রুবেল, মাধবপুর প্রতিনিধি :আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে গাড়ি চলাচলের সরকারি নির্দেশ থাকলেও এসব নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত যাত্রী বুঝাই করে চলাচল করছে হবিগঞ্জ-মাধবপুর রোডের লোকাল বাস গুলো।
 স্টেশন থেকে আসন গুলো পূরণ করে গাড়ি ছাড়লেও মাঝ পথ থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে দ্বার করিয়ে যাতায়েত করাচ্ছে বাস গুলো। ২ সিটের ভাড়া রাখলেও ফাঁকা আসন গুলোও পূরণ করে নিচ্ছে তারা। শুধু আসন নয় বাসে খালি থাকা জায়গা গুলোতেও দাঁড় করিয়ে চালাচ্ছে গাড়ি।

ছবি : হবিগঞ্জ-মাধবপুর রোডে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে লোকল বাসগুলো

বাস গুলোর ভিতরে লক্ষ করে দেখা গেল, কারো মধ্য নেই কোনো সামাজিক দুরত্ব। ৮০% মানুষের মূখে নেই মাস্ক, নেই মাস্কের সঠিক ব্যবহার। ২০% মানুষের মূখে মাস্ক থাকলেও নেমে গেছে থুতির নিচে। গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলাচল করছে সবাই। গাড়ির ভিতরে যায়গা না থাকলেও গাড়ির হেলপাররা জুর পূর্বক তুলে নিচ্ছে যাত্রীদের। কারো মধ্য নেই করোনার ভয়।
এ ধরণের গনপরিবহন গুলো এভাবে সরকারী নিয়ম অমান্য করে চলতে থাকলে করোনা মহামারি আরো কঠিন আকার ধারণ করতে পারে বলে সচেতন মহলের ধারণা।