হবিগঞ্জ মহাশ্মশানের জায়গায় হকার্স মার্কেট নির্মাণ করছেন পৌর মেয়র মেয়র সেলিম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 26 October 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মহাশ্মশানের জায়গায় হকার্স মার্কেট নির্মাণ করছেন পৌর মেয়র মেয়র সেলিম

Link Copied!

শহরে বসবাসরত প্রায় ৩০ হাজার সনাতন ধর্মাবলম্বীদের মৃত্যুর পর সৎকারের জন্য নির্ধারিত একমাত্র পৌর মহাশ্মশান এর জমিতে নিয়ম-নীতির তোয়াক্কা না করে দ্রুতগতিতে হকার্স মার্কেট নির্মাণ করছে মেয়র আতাউর রহমান সেলিম।

এ নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে প্রভাবশালী মেয়র সেলিমের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেন না। তবে হিন্দু সম্প্রদায়ের দুই একজন সচেতন নাগরিক ফেইসবুক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

পৌর মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি সুখলাল সূত্রধর জানান, হকার্স ব্যবসায়ীদের জন্য অস্থায়ীভাবে পৌরসভাকে শ্বশানের জায়গাটি দেওয়া হয়েছে।

অস্থায়ীভাবে নিয়ে স্থায়ী স্থাপনা কেন এই প্রশ্নের জবাবে শুখলাল জানান, ছয় মাস পরে স্থায়ী স্থাপনাসহ শ্মশান কর্তৃপক্ষকে জমি বুঝিয়ে দিবে পৌর কর্তৃপক্ষ।

ছয় মাস পরে আবারো যে, জমি ফেরত দিবে এ বিষয়ে লিখিত কোন ডকুমেন্ট আছে কিনা জানতে চাইলে শুখলাল বলেন, শ্মশানের জায়গায় অস্থায়ী মার্কেট নির্মাণের আলাপের সময় এমপি আবু জাহির ও মেয়র আতাউর রহমান সেলিম উপস্থিত ছিলেন। আমরা তাদের জেন্টলম্যান কমিটমেন্টে ভরসা করেছি।

এ বিষয়ে বক্তব্যের জন্য পৌর মেয়র আতাউর রহমান সেলিমকে কল দিলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

জানা যায়,২০১০ সালে হবিগঞ্জ পৌর মহাশ্মশানের সামনের পৌরসভার মালিকানাধীন ৯.৬৭ শতক ভূমি মহাশ্মশানঘাটের কাজে ব্যবহৃত হবে মর্মে পৌরসভার এক সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বে ছিলেন তৎকালীন পৌর সচিব ও নির্বাহী প্রকৌশলী। এরপর ২০১৬ সালে পৌর মহাশ্মশান এর নামে লিখিত রেজুলেশন করা হয়।

২০২০ সালে মহাশ্মশানে লাশ সৎকারের আধুনিক চুল্লি উদ্বোধনের সময় এমপি আবু জাহির ও বর্তমান মেয়র আতাউর রহমান সেলিম ঘোষণা করেছিলেন যেহেতু এই ভূমি বর্তমানে মহাশ্মশানের নামে আছে, তাই তারা মহাশ্মশান উন্নয়নের জন্য সরকারি বিভিন্ন বরাদ্দ দিবেন।

গত প্রায় তিন চার মাস আগে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এর সামনে হকার্স মার্কেটের ব্যবসায়ীদের অস্থায়ী পুনর্বাসনের জন্য মহাশ্মশানের সামনের জায়গাটি নির্ধারণ করে হবিগঞ্জ পৌরসভা।

এ বিষয়ে মহাশ্মশানের উপ-কমিটির লোকদের সাথে মেয়র সেলিমের কথা হয়। সেই সময় উভয়পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত হয় বাশঁ ও টিন দিয়ে অস্থায়ীভাবে ছয় মাসের জন্য হকার্স মার্কেটের ব্যবসায়ীদের পূর্ণবাসন করা হবে।

সে অনুযায়ী কাজ শুরু পৌর কর্তৃপক্ষ, কাজ শুরুর এক দুদিনের মাথায়ই হঠাৎ করেই রাতের আঁধারে স্থায়ী স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে পাকা দেয়াল নির্মাণ করা শুরু করে তারা। এবং দ্রুতগতিতে সেই কাজ চালিয়ে যাচ্ছে পৌর কর্তৃপক্ষ।

মঙ্গল (২৫ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়,পৌর কর্তৃপক্ষ শ্মশানের জমিতে তিনটি পাকা ঘর নির্মাণ করছে ইতিপূর্বে ২ টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। আর একটি ঘরের কাজ ৯৫ ভাগ প্রায় শেষ।