পবিএ দেব নাথ, মাধবপুর : শনিবার (১৮ জুলাই) হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলা ০৩’নং বহরা ইউনিয়ন এর মনতলা বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর দায়িত্বে আছেন প্রো: মো: শাহাদাৎ হোসেন সাইমন।
ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করেন বহরা ইউ.পি চেয়ারম্যান জনাব আরিফুর রহমান আরিফ। এসময় তিনি বলেন, এই ব্যাংকিং অন্য অন্য ব্যাংকের চেয়ে অনেক সুযোগ সুবিধা বেশী আছে। এতে রয়েছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ও মাতৃত্বকালীন ভাতা সমূহ ইত্যাদি।
এসময় উপস্থিত ছিলেন, বাজার কমিটির সভাপতি, সাংবাদিক পবিত্র দেব নাথ, গণ্যমান্য ব্যক্তিগণসহ অনেক সচেতন নাগরিক।