হবিগঞ্জ বিজিবির কাছে ৪৩'জন চোরাকারবারির আত্মসমর্পণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 27 July 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ বিজিবির কাছে ৪৩’জন চোরাকারবারির আত্মসমর্পণ

Link Copied!

মোঃ খায়রুল ইসলাম সাব্বির : বর্ডার গার্ড বাংলাদেশ হবিগঞ্জের ৫৫ ব্যাটালিয়নের (বিজিবি) কাছে মাধবপুর, মনতলা সীমান্ত এলাকায় মাদক ও গরু চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন চোরাকারবারি আত্মসমর্পণ করেছেন।

সেমবার (২৭ জুলাই) সকালে সদরে নতুন নির্মিত হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের (বিজিবি) ক্যাম্প মাঠে আত্মসমর্পণের এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের (বিজিবি) আয়োজনে আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৫৫ ব্যাটালিয়নের (বিজিবির) অধিনায়ক এস এন এম সামীউন্নবী চৌধুরী উপস্থিত থেকে চোরাকারবারিদের কাছ থেকে আত্মসমর্পণপত্র গ্রহণ করেন।

 

ছবি: ৫৫ ব্যাটালিয়নের (বিজিবির) অধিনায়ক এস এন এম সামীউন্নবী চৌধুরী

 

এসময় হবিগঞ্জ সীমান্ত মাধবপুর উপজেলার মনতলা, হরিণখোলা ও রাজেন্দ্রপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় চোরাচালানের সঙ্গে জড়িত মোট ৪৩ জন ব্যক্তি আত্মসমর্পণ করেন।

এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৫ ব্যাটালিয়নের (বিজিবি) এডি মোঃ নাসির উদ্দিনসহ হবিগঞ্জ বিজিবির সকল কর্মকর্তা বৃন্দ।

আত্মসমর্পণ করা মাধবপুর হরিণখোলা গ্রামের সপন মিয়া ”দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান, ‘দুই বছর ধরে আমি গরু চোরাচালানের অপরাধে জড়িত ছিলাম। এত দিন আমি অন্ধকার জগতের মানুষ ছিলাম। সমাজের মানুষ ভালোভাবে দেখত না, ঘৃণা করত। জীবন হাতের মুঠোয় নিয়ে সীমান্ত পার হয়ে গরু আনা-নেওয়া করতে হতো। কিন্তু আজ শপথ গ্রহণের মাধ্যমে সেই অন্ধকার জগৎ ছেড়ে আসতে পেরে খুব ভালো লাগছে।

 

ছবি: হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের (বিজিবি) আয়োজনে আত্মসমর্পণ অনুষ্ঠান

 

এব্যাপারে প্রধান অতিথি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের (বিজিবি) এর অধিনায়ক সামীউন্নবী চৌধুরী “দৈনিক আমার হবিগঞ্জ”কে বলেন, আমাদের দেশের লোক আরেক দেশে গিয়ে গ্রেপ্তার হচ্ছে, নির্যাতিত হচ্ছে, বুলেটবিদ্ধ হয়ে লাশ হয়ে দেশে ফিরে আসছে। আমাদের মন খারাপ হয়ে যায়। সীমান্তরক্ষী বাহিনী কখনো চায় না, সীমান্ত এলাকার মানুষ কষ্টে থাকুক। আপনাদের নিরাপত্তার জন্য বিজিবি কাজ করে যাচ্ছে। দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে আজকে যারা অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসছেন তাদের সাধুবাদ জানাই। আত্মসমর্পণকারি ব্যক্তিরা তাদের শপথ ধরে রেখে দেশের আইনের প্রতি শ্রদ্ধা জানাবেন, এই প্রত্যাশা করি। তিনি আরও বলেন, বর্তমানে সরকার সীমান্ত অপরাধ বন্ধে কঠোর অবস্থানে। কোনোভাবেই দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়, এমন কাজ করতে দেবে না বিজিবি।