হবিগঞ্জ বাহুবলে করাঙ্গী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 24 July 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ বাহুবলে করাঙ্গী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

Link Copied!

 

জিকে ইউসুফ : বাহবলের ওলিপুরে করাঙ্গী নদীর ব্রিজের নীচ থেকে নুরুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৩ টার দিকে এ বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার বিহারীপুর গ্রামের মৃত ইয়াতিব উল্লার ছেলে নুরুল ইসলাম (৬০) বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পাশ্ববর্তী চক্রামপুর গ্রামে করাঙ্গী নদীর বাঁধে বাঁশ কাটতে যান। বিকাল সাড়ে ৩ টার দিকে নদীর ভাটিতে ওলিপুর করাঙ্গী ব্রিজের নীচে তার ভাসমান লাশ দেখতে পান স্থানীয় লোকজন।

 

ছবি: মৃত: নুরুল ইসলাম (৬০)

 

এসময় বাহুবল মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এব্যাপারে বাহুবল থানার ওসি মোঃ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।