হবিগঞ্জ-বানিয়াচং সড়ক বিপজ্জনক করে ফেলছে মাটিবাহী ট্রাক-ট্রাক্টর - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 5 April 2023
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ-বানিয়াচং সড়ক বিপজ্জনক করে ফেলছে মাটিবাহী ট্রাক-ট্রাক্টর

Link Copied!

হবিগঞ্জ-বানিয়াচং সড়কটিকে বিপজ্জনক করে ফেলছে মাটিবাহী ট্রাক-ট্রাক্টরগুলো। সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে এবং সড়ক ধসে উঁচু-নিচু হওয়ায় হয়ে পড়েছে। এজিং ভেঙে বিভিন্ন স্থানে সড়কের কিনারে গর্তও হয়েছে। ফলে এমনিতেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সড়কটি। ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা।

গত ২৫ মার্চ এ সড়কের ভাটিপাড়া এলাকায় সিএনজি অটোরিক্সা দুর্ঘটনায় বানিয়াচং উপজেলা সদরের ছিলাপাঞ্জা গ্রামের আপন দুই ভাই আব্দুল মালেক ও তাজউদ্দিন নিহত হন।

এ ঘটনায় সিএনজি অটোরিক্সা চালক মোহাম্মদ আলীসহ ৪ জন গুরুতর আহত হয়ে অদ্যাবধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমন ঝুঁকিপূর্ণ সড়কের কোথাও কোথাও একপাশে পাথর ও বালি রেখে ব্যবসা করার অভিযোগ উঠেছে।

এ নিয়ে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ স্ট্যাটাস দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের প্রতিক্রিয়ার আলোকে গত মঙ্গলবার (৪এপ্রিল) দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় ‘হবিগঞ্জ-বানিয়াচং সড়কে পাথর এবং বালু রেখে ব্যবসা : দুর্ঘটনার আশংকা’ শিরোনামে সচিত্র খবর প্রকাশ করা হয়।

এর পরদিন বুধবার (৫ এপ্রিল) মাটিবাহী ট্রাক-ট্রাক্টর কর্তৃক সড়কে কাদামাটি ছিটিয়ে সড়কটিকে বিপজ্জনক করে ফেলার ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মহাজোটের শরীকদল জাসদ-এর বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন।

তিনি পোস্টে উল্লেখ করেন, ‘বানিয়াচং-হবিগঞ্জ রোডের মুমূর্ষু অবস্থায় মড়ার উপর খাড়ার ঘা এর মত মাটি পরিবহনের কাজে অবৈধভাবে ব্যবহৃত ট্রাক্টর হইতে সারা রাস্তাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে পরা মাটি ছোট যানবাহন তথা মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা চলাচল খুবই কঠিন ও বিপজ্জনক হয়ে গেছে।

এই রাস্তায় প্রতিনিয়ত চলাচলকারী প্রশাসনের উচ্চপদস্থ লোকজন, পরিবেশবাদী এবং সাংবাদিক ভাইয়েরা এই ব্যপারে নিশ্চুপ থাকায় মনে হচ্ছে, সবকিছুতেই আমরা “চুজ এন্ড পিক” পদ্ধতিতে এগিয়ে না গেলে আমরা হয়তো আরো দূরে যেতে পারতাম।’