হবিগঞ্জ-বানিয়াচং সড়কে পাথর এবং বালু রেখে ব্যবসা : দুর্ঘটনার আশংকা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 4 April 2023

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে পাথর এবং বালু রেখে ব্যবসা : দুর্ঘটনার আশংকা

Link Copied!

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে পাথর এবং বালু রেখে ব্যবসা করে যাচ্ছে একটি মহল। ফলে দুর্ঘটনার আশংকা করছেন জনসাধারণ।

জানা গেছে, আতুকুড়া ব্রীজের উপর ও রাস্তার উপর একাংশ দখল করে পাথর এবং বালু রেখে ব্যবসা করে যাচ্ছে একটি মহল।

এছাড়া রত্না ব্রীজে ও ভবানীপুর গ্রামের মধ্যবর্তী স্থানেও বালু রেখে ব্যবসা করার ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে।

সোমবার (৩ এপ্রিল) আতুকুড়া ব্রীজের উপর ও ব্রীজের গোড়ায় সড়কের উপর পাথর এবং বালু রাখার ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এক  পথচারী।

তিনি পোস্টে লিখেন, ‘আতুকুড়া (বানিয়াচং-হবিগঞ্জ রাস্তায়) ব্রীজে পাথর ও বালি রেখে যেন মরণ ফাঁদ তৈরী করা হয়েছে। কর্তৃপক্ষের নজর কামনা করি।’

তার এ পোস্টে বিভিন্ন ধরনের কমেন্ট করেও অনেকেই রাস্তায় পাথর এবং বালু রাখা ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ কমেন্টে লিখেছেন, এসব দেখার কেউ নেই!

উল্লেখ্য, রাস্তার উপর পাথর ও বালু রাখার কারণে বিভিন্ন সময় এ সড়কে দুর্ঘটনাও ঘটেছে। এছাড়া বালু রাখার বিষয় নিয়ে অতীতে মিডিয়ায় খবরও প্রকাশ হয়েছে।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়