হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 3 July 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবি

Link Copied!

সাম্প্রতিক বন্যা ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের বিভিন্ন অংশ। রত্না বেইলি ব্রীজের পাশে ধ্বসে গেছে সড়ক।কুন্ডুর পাড় ব্রিজের গোড়ায় তৈরি হয়েছে মরণ ফাঁদ। সড়কের স্থানে স্থানে এজিং ভেঙ্গে পড়ছে ।

কোনো কোনো স্থানে পিচ ফেটে যাওয়া এবং পিচ উঠে যাওয়ার উপক্রম হয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় জোড়াতালি দিয়ে টিকিয়ে রাখা হচ্ছে সড়কের শুঁটকি ব্রীজ।

এহেন অবস্থায়ও দিন-রাত সড়কে অবাধে চলাচল করছে পণ্য বোঝাই যানবাহন। এসব যানবাহনে অতিরিক্ত পণ্য বোঝাই করার অভিযোগও রয়েছে।

ফলে যেকোনো সময় হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার আশংকা দেখা দিয়েছে যাত্রীবাহী যানবাহনের চালক ও যাত্রীসাধারণের মধ্যে। এসব কারণে হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবি জানাচ্ছেন বিভিন্ন ধরনের যাত্রীবাহী গাড়ির চালক ও যাত্রীসাধারণ।

ভারী যানবাহন চলাচল বন্ধ নাহলে যেকোনো সময় হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জের যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে এবং রত্না বেইলি ব্রিজটি যেকোনো সময় ভেঙ্গে পরার আশংকা রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী নজরুল ইসলাম। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি গণমাধ্যমকে জানান।