হবিগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নার্সদের পিপিই বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 20 August 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নার্সদের পিপিই বিতরণ

অনলাইন এডিটর
August 20, 2020 2:57 pm
Link Copied!

ছবি: ডাক্তার নার্সদের পিপিই বিতরণ করেন আবুল কাশেম চৌধুরী।

 

শিশির, বানিয়াচং : হবিগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের মধ্যে পিপিই প্রদান করেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ১২ টার দিকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে ডাক্তার নার্সদের উপস্থিতিতে এই পিপিই বিতরণ করা হয়। কারন করোনার এই ক্রান্তি লগ্নে সকল ডাক্তার নার্সরা তাদের নিজের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। সেবা দিয়ে যাচ্ছেন সাধারণ জনগনকে। কিন্তু তার জন্য তাদের জীবনের ও নিরাপত্তা প্রয়োজন। তার জন্য মানবিক ক্লাব হবিগঞ্জ সোসাইটির পক্ষ থেকে তাদের মধ্যে নিরাপত্তা সামগ্রী অর্থাৎ পিপিই বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, করোনার এই দুরসময়ে সরকারের পাশাপাশি আমাদেরকেও এই ভাবে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা করোনা কে জয় করতে পারব। তাই আমরা সকলে ঐক্য বদ্দ ভাবে কাজ করতে হবে। তাই তিনি সকলেকে এগিয়ে আসার আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি  মোশাহেদ মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান,হাসপাতালের বিভিন্ন ডাক্তারসহ উক্ত ক্লাবের নেতৃবৃন্দ।