স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত কক্ষ থেকে এক যুবককে বাহিরে যেতে বলায় হামলার শিকার হয়েছেন মোস্তাক আহমেদ (৩০) নামে এক কনস্টেবল।
হামলাকারী যুবক আতিকুর রহমান সেলিম (৩০) মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল আওয়ালের পুত্র।
জানা যায়, গতকাল সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত চলাকালিন সময়ে দায়িত্বরত পুলিশ সদস্য মোস্তাক আহমেদ ওই যুবককে বাহিরে যেতে বলায় সে ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়। পরে রক্তাত্ব অবস্থায় মোস্তাক আহমেদকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হবিগঞ্জ আদালত পরিদর্শক মোঃ আল-আমিন হোসেন জানান, কনস্টেবল মোস্তাক আহমেদ হবিগঞ্জ কোর্টের এডিএম শাখা ডিউটি করছিল। এসময় আদালতের নির্দেশে সে আতিকুর রহমান সেলিম নামে এক যুযবকে এজলাস কক্ষ থেকে বের হয়ে যেতে বলে। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠে সেলিম। এসময় সে উত্তেজিত হয়ে কনস্টেবল মোস্তাকের উপর উপর্যপূরি কিল ঘুষি মারতে থাকে।
পরে অন্যান্য পুলিশ সদস্যরা এসে সেলিমকে আটক করে এবং আহত অবস্থায় মোস্তাককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে আটককৃত যুবক আতিকুর রহমান সেলিমকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক জহিরুল ইসলাম তাকে ৩ মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন।