স্টাফ রিপোর্টার॥ মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করে গণমাধ্যমে ভাইরাল এবং চাঁদাবাজির ঘটনায় হবিগঞ্জ প্রেসক্লাবের দুই সদস্যসহ ৫ জনের উপর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। সাইবার ট্রাইব্যুনাল (বাংলাদেশ) ঢাকা এর আদালতে মামলাটি দায়ের করেন বানিয়াচঙ্গের সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। এ সময় মামলার দীর্ঘ শুনানিতে অংশ নেন বাদী পক্ষের আইনজীবী ঢাকা জেলা বারের সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট সাইদুর রহমান মানিকসহ একদল তরুণ আইনজীবী। আদালত মামলার শুনানি শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ঢাকা’কে নির্দেশনা প্রদান করেন।
এ মামলার আসামীরা হলেন, মাছরাঙ্গা টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি প্রেসক্লাব সদস্য চৌধুরী মোহাম্মদ মাসুদ আলী ফরহাদ (৪৮), নবীগঞ্জ বিবিয়ানা পত্রিকার প্রতিনিধি ফয়জুন আক্তার মনি (৩২), বাংলা নিউজ ২৪ ডটকম এর জেলা প্রতিনিধি মোহাম্মদ বদরুল আলম (৩৫), দিলবাহার আহম্মদ (৫৫), জামাল মিয়া (৪০), ফুল মিয়া (৪০), সেমপুল কাজল (৩৮) সহ অজ্ঞাত আরও কয়েকজন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি এবং ১লা মার্চ ভিন্ন ভিন্ন তারিখে আসামীরা উপজেলা মৎস্য অফিসে অনুমতি ছাড়া প্রবেশ করে নানান ভাবে হয়রানিমুলক কথা-বার্তা বলে অহেতুক সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা দাবী করে। মামলার ১নং আসামী চৌধুরী মোহাম্মদ মাসুদ আলী ফরহাদ ওই মৎস্য কর্মকর্তার মোবাইল ফোনে ব্যক্তিগত ভাবে দেখা করতে বলেন। তার কথামত দেখা না করায় মাছরাঙ্গা টেলিভিশন, বাংলা নিউজ ২৪ ডটকমসহ আরও কয়েকটি মিডিয়ায় অহেতুক মিথ্যা সংবাদ প্রচার করা হয় যা পরবর্তীতে কর্তৃপক্ষের তদন্তকালে ওই সংবাদে প্রকাশিত তথ্য মিথ্যে বলে প্রমাণিত হয়। শুধু তাই নয়, আসামী চৌধুরী মোহাম্মদ মাসুদ আলী ফরহাদ ওই মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অন্যের স্বাক্ষর জাল করে কথিত অভিযোগও দায়ের করেন বলে জানা গেছে।
মামলার বাদী বানিয়াচঙ্গ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ‘‘দৈনিক আমার হবিগঞ্জ’’কে বলেন, ‘‘কর্তৃপক্ষের অনুমতি ক্রমেই আমি মামলা দায়ের করেছি। আসামীরা বিভিন্ন সময় নানান ভাবে আমাকে উত্ত্যক্ত করেছে। তাদের কথামত চাঁদা না দেয়ায় তারা আমার বিরুদ্ধে অহেতুক মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। তবে তাদের সংবাদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করেছেন যা ইতোমধ্যে মিথ্যে প্রমাণিত হয়েছে। তদন্ত রিপোর্ট এবং আমার চাঁদা চাওয়ার কল রেকর্ড সংরক্ষিত আছে’’।
বাংলাদেশ ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ঢাকা’র পরিদর্শক হাসান আশরাফ জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার নথিতে থাকা সার্বিক তথ্য উপাত্ত পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে।
মামলার বাদী পক্ষের আইনজীবী ঢাকা জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট সাইদুর রহমান মানিক জানান, বাদীর পক্ষে যথেষ্ট তথ্য ও প্রমাণাদি রয়েছে। আদালত তথ্য গুলো পর্যালোচনা করে মামলাটি আমলে নিয়ে দ্রুত প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ প্রদান করেছেন। আশা করছি মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ন্যায় বিচার পাবেন।
এ মামলার প্রধান আসামী চৌধুরী মোহাম্মদ মাসুদ আলী ফরহাদ’ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা সংবাদ পরিবেশন করেছি। এখন যেহেতু বিষয়টি আইনী পক্রিয়ায় গড়িয়েছে বিষয়টি আমরা আইনি ভাবেই মোকাবেলা করব।
হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু জানান, মামলার বাদী একজন ১ম শ্রেণীর কর্মকর্তা। এর বাহিরেও তিনি দেশের নাগরিক। নাগরিক দৃষ্টিকোণ থেকে এর প্রতিবাদ করার অধিকার তার আছে। আশা করছি তিনি ন্যায় বিচার পাবেন।