স্টাফ রিপোর্টার : সাংবাদিকতার শিষ্টাচার বহির্ভূত কর্মকান্ডের দায়ে সায়েদুজ্জামান জাহিরকে সাময়িক বহিষ্কার করেছে আরটিভি কর্তৃপক্ষ। সায়েদুজ্জামান জাহির বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আরটিভির হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের আব্দুল লতিফের পুত্র।
সম্প্রতি দেশ জুড়ে ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে শীর্ষ সাংবাদিকরা তীব্র আন্দোলন গড়ে তোলে আইনটি বাতিলের দাবী করলেও সায়েদুজ্জামান জাহির জাতীয় মিডিয়া আরটিভির সাংবাদিক হয়ে ওই আইনের প্রতি সমর্থন জানিয়ে নিজের কোন প্রসঙ্গ না থাকা সত্ত্বেও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহিরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ায় ওই এমপির পক্ষে নিজে বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক-প্রকাশক সুশান্ত দাস গুপ্তসহ ওই পত্রিকার আরও ৩ সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
পরে বিষয়টি নিয়ে দেশ-বিদেশে চলে নানান সমালোচনা। দেশের বৃহৎ মিডিয়ার সম্পাদকসহ শীর্ষ সাংবাদিকরা সায়েদুজ্জামান জাহিরকে জাতীয় মিডিয়া থেকে বহিষ্কারের দাবী জানান। পরে তাকে বহিষ্কারের দাবীটি বিবেচনায় নেয় আরটিভি কর্তৃপক্ষ।

ছবি: সাংবাদিকতার শিষ্টাচার বহির্ভূত কর্মকান্ডের দায়ে আরটিভি থেকে সাময়িক বহিষ্কৃত সায়েদুজ্জামান জাহির
এদিকে, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার পক্ষে আরটিভি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সায়েদুজ্জামান জাহিরকে আরটিভির হবিগঞ্জ প্রতিনিধি পদ থেকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এ ব্যাপারে সদ্য বহিষ্কৃত আর টিভির প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির দৈনিক ‘আমার হবিগঞ্জ’কে বলেন, ‘‘আমাকে বহিষ্কারের বিষয়টি সত্য নয়, আমি এখনও আরটিভিতে কাজ করে যাচ্ছি। আপনাদের কিছু জানার দরকার হলে আরটিভি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন’’।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাংবাদিক বলেন, যেকোনো প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী কেবল কর্মরত সাংবাদিকরাই এর সদস্য পদে থাকতে পারেন। হবিগঞ্জ প্রেসক্লাবও এর ব্যতিক্রম নয়। যেহেতু সায়েদুজ্জামান জাহিরকে আরটিভি কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে সেহেতু হবিগঞ্জ প্রেসক্লাবও তার ঐতিহ্য ও নীতি-নৈতিকতার স্থান থেকে তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা উচিত। একজন বহিষ্কৃত সংবাদকর্মী হবিগঞ্জ প্রেসক্লাবের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদকের পদে থাকলে তা কেবল প্রেসক্লাবের জন্য নয়; সামগ্রিকভাবে হবিগঞ্জের সংবাদপত্র ও সাংবাদিকতার জন্য কলঙ্ক।
এছাড়া যেহেতু উনি কিছুদিন পূর্বে তাদের একজন আজীবন সদস্যের সম্মানহানির জন্য একটি স্থানীয় আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদকসহ তিন রিপোর্টারের বিরুদ্ধে মামলা করেছিলেন এমন একজন সম্মানিত ব্যক্তি যেহেতু বহিষ্কৃত হয়েছেন সেহেতু তার সম্মানের কথা মাথায় রেখে নিজ থেকেই এ পদ থেকে সরে যাওয়া উচিত। নাম প্রকাশে অনিচ্ছুক সদ্য সাময়িক নিয়োগ প্রাপ্ত আরটিভির প্রতিনিধি জানান, বর্তমানে সাময়িক সময়ের জন্য তাকে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগপত্র তার হাতে পৌঁছেছে, তবে জাহিরকে বাদ দেয়া হয়েছে কি না এ ব্যাপারে তিনি নিশ্চিত নন।
এ ব্যাপারে হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করা হলে গত রাত ১০ টা ৩৮ মিনিটে তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহিরের বিরুদ্ধে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশ হলে ওই এমপির পক্ষে গত ২১ মে রাত ১২ টায় হবিগঞ্জ সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন সায়েদুজ্জামান জাহির। ওই দিন ভোরে শহরের চিড়াকান্দি পত্রিকা অফিস থেকে সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাস গুপ্তকে গ্রেফতার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাভোগের পর জামিনে মুক্ত হন তিনি। ক্রমান্বয়ে ওই মামলায় বাকী আসামীরাও স্বেচ্ছায় আত্মসমর্পন করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনে মুক্ত হয়ে আসেন।