হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 20 July 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

Link Copied!

হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ জুলাই) বিকেলে হবিগঞ্জ শহরস্থ তাসনুভা কমিউনিটি হলে ঝাঁকজমকপূর্ন ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে তাসনুভা শামীম ফাউন্ডেশন।

সংগঠনের সভাপতি রোটারিয়ান এএসএম মহসিন চৌধুরী সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুমন আহমেদ রাজু আলী ও হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুলের প্রিন্সিপাল লায়ন শেখ মোঃ ফয়জুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কর্মকর্তা জালাল উদ্দিন নির্বাহী ম্যাজেস্ট্রেট নাভিদ সারোয়ার, মোঃ শাহিন মিয়া লন্ডন প্রবাসী, রোটারিয়ান তাহমিনা বেগম গিনি, জেলা প্রতিনিধি আবু নাসের শাহিন,কোষাধ্যচক্ষ শেখ জয়নাল আবেদিন জামাল,লায়ন সিদ্দিকুর রহমান মাসুম,মোঃজলিল আহমেদ, রোটারয়ান আজিজুর রহমান মান্না,হুসনা মহালদার, ফিরোজা আক্তার,তামান্না আক্তার, বিউটি রায়,হালিমা খাতুন, পুষ্প প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের কবিতা ছড়া ও নৃত্য দেখে তাদের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় মেধাবী শিক্ষার্থীদের উপহার তুলে দেন। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার বিতরন করেন প্রধান অতিথি।

এছাড়াও তাসনুভা শামীম ফাউন্ডেশনের সাথে যৌথ উদ্যোগে মানবতার কাজ করেন এমন ৬টি সংগঠনের প্রধানদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন।