হবিগঞ্জ পৌর যুবলীগের একাংশের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 24 August 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ পৌর যুবলীগের একাংশের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

অনলাইন এডিটর
August 24, 2020 8:12 pm
Link Copied!

ছবি: হবিগঞ্জ পৌর যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল ও তাবারক বিতরণ।

 

 

প্রেস বিজ্ঞপ্তি : মুক্তিযুদ্ধের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ২১’শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে হবিগঞ্জ পৌর যুবলীগের একাংশের নেতৃবৃন্দের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকাল ৫’টায় হবিগঞ্জ পৌর মার্কেট প্রাঙ্গনে হবিগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার খানের সভাপতিত্বে ও পৌর যুবলীগের অন্যতম সদস্য রাহুল দাস গুপ্তের পরিচালনায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আবুল কাশেম রুবেল, পৌর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কৃষ্ণ হরিদাস, সায়েম আহমেদ, শিমুল আহমেদ, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক খলিলুর রহমান খান আনন্দ ও আদনান বীন আনোয়ার।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর যুবলীগ নেতা আব্দুল আহাদ, অপু আহমেদ, দিপু বণিক, রাহুল দেব, আক্তার মিয়া, খালেক মিয়া, মিছলু মিয়া, বাবলু মিয়া, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তাজুল ইসলাম খান, লিটন খাঁন, ছাত্রলীগ নেতা সাইদুর রহমান, আব্দুল কাইয়ুম, রুবেল মিয়া, আফরোজ মিয়া, আলী আমজত, হান্নান মিয়া, মাসুদ মিয়া, তানভীর মিয়া, এমরান, বাবলু, নজীর, ফয়েজ আলী, জুয়েল খান প্রমুখ।

পরে নেতৃবৃন্দরা পথচারীদের মধ্যে দোয়া ও মিলাদ মাহফিলের তাবারক বিতরণ করেন।