হবিগঞ্জ পৌর বাস টার্মিনালের প্রধান রাস্তায় চাঁদাবাজির অভিযোগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 31 January 2023
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ পৌর বাস টার্মিনালের প্রধান রাস্তায় চাঁদাবাজির অভিযোগ

এম এ রাজা
January 31, 2023 11:55 pm
Link Copied!

হবিগঞ্জ শহরের পৌর বাস টার্মিনাল এলাকার প্রধান রাস্তায় চলাচলরত যানবাহন থেকে বাদল মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ম্যাক্সি মালিক সমিতির নেতা তাজুল ইসলাম টেনু মিয়া নামের এক ব্যক্তি গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল পৌরসভা কর্তৃক বিধি মোতাবেক হবিগঞ্জ মটর মালিক সমিতিকে ইজারা প্রদান করে। ইজারা গ্রহীতারা কর্তৃপক্ষ বিধি মোতাবেক পৌর বাস টার্মিনালের ভিতরে প্রত্যেক গাড়ী থেকে টুল আদায় করে।

কিন্তু বিগত কয়েক বৎসর যাবত লীজ গ্রহনকারী কর্তৃপক্ষ ব্যতিত ইজারার শর্ত বিধি লংঘন করে

বড় বহুলা গ্রামের মৃত আছান উল্লা ছেলে জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক মোঃ নওশের আলীর নেতৃত্বে বাদল মিয়াসহ আরো কয়েকজন হবিগঞ্জ পৌর বাস টার্মিনালের দক্ষিণ পাশে ম্যাক্সি মালিক সমিতির অফিসের সামনে প্রধান রাস্তায় অবৈধভাবে প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি করছে।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, ওই রাস্তা দিয়ে চলাচলকারী কাভার ভ্যান, এস এ পরিবর্তন, রেনভু পরিবহন, ঔষধ কোম্পানীর কাভার ভ্যান, বিভিন্ন খাদ্য ও পণ্যসামাধির কাভার জ্ঞান, পাওয়ার টিলার, ডায়না, ট্রাক্টর, ট্রলি সহ বিভিন্ন পরিবহন থেকে ৫০/১০০ টাকা করে তোলা আদায় করা হচ্ছে। তাদের এই অনিয়মতান্ত্রিক কর্মকান্ড বিগত ১২/১৫ বৎসর যাবত নিয়ম-নীতির তোয়াক্কা না করে করে চালিয়ে আসছে।

অভিযোগ কারীর দাবি, ওই ব্যক্তিরা অন্যায় অবৈধভাবে ইজারা গ্রহীতা না হয়েও বিভিন্ন গাড়ী হইতে লক্ষ লক্ষ টাকা আদায় করছে।

এ বিষয়ে গত ৩০ জানুয়ারি এটি এন বাংলার সাংবাদিক আব্দুল হালিম সহ অন্যান্য সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে অবৈধভাবে চাঁদা উত্তোলনকারী ব্যক্তিরা চাঁদা উত্তোলের বহি নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত বাদল মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায়ের নির্দেশে তিনি টাকা উঠান।

পরবর্তীতে শঙ্ক শুভ্র রায়ের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,,বাদল নামের কাউকে আমি চিনি না। এবং প্রধান রাস্তা থেকে চাঁদা উঠানোর বিষয়টিও আমার জানা নেই।

আমরা শুধু পৌর বাস টার্মিনালের ভিতর থেকে রিসেটের মাধ্যমে ৩০ টাকা সংগ্রহ করি।