হবিগঞ্জ পৌর নির্বাচনে নৌকা পেলেন আতাউর রহমান সেলিম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 30 January 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ পৌর নির্বাচনে নৌকা পেলেন আতাউর রহমান সেলিম

Link Copied!

খায়রুল ইসলাম সাব্বির ||  আগামী ২৮ ফেব্রুয়ারী শুরু হনে ৫ম দাফায় হবিগঞ্জ সহ ৩১টি পৌরসভার নির্বাচন, সেই নির্বাচনের দলীয় প্রার্থী বাছাই করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের বৈঠকের পর দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপে ৩১টি পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

ছবি : আতাউর রহমান সেলিমের ফাইল ছবি

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, বাছাই হবে ৪ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৪টি পৌরসভা এবং গত ১৬ জানুয়ারি দ্বিতীয় দফায় ৬০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

তৃতীয় দফায় ৬৪টি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। এবং চতুর্থ দফায় ৫৬টি পৌরসভার নির্বাচন হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের এক দায়িত্বশীল নেতা, নৌকার প্রার্থী হিসাবে আতাউর রহমান সেলিম কে মনোনয়ন দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন।

উল্লেখ, আতাউর রহমান সেলিম বিগত ২০১৫ সালে পৌর নির্বাচনেও নৌকার মনোনয়ন পেয়েছিলেন।