হবিগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডে আবর্জনার ভাগাড় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 30 June 2024
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডে আবর্জনার ভাগাড়

Link Copied!

হবিগঞ্জ পৗর শহরের প্রাণকেন্দ্র ৪নং ওয়ার্ডের চিড়াকান্দি এলাকার বড় পুকুরের চার পাড় ও চলাচলের রাস্তাগুলো ময়লার ভাগাড়ে পরিণত হওয়ায় পৌরবাসী চরম ভোগান্তি পড়েছে। এ যেন দেখার ‘কেউ নেই, বলার কেউ’ নেই। বারবার পৌর কর্তৃপক্ষকে অবহিত করার পরও কোনরূপ ফল পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ পৌর শহরের চিড়াকান্দি এলাকা ড্রেনের পাড় এলাকা থেকে বড় পুকুরের চার পাড় পযন্ত চলাচলের রাস্তায় প্রায় ৫ফুট উঁচু অবস্থায় স্তুপ করে রাখা হয়েছে ময়লা। শহরের ঘনবসতিপূর্ণ এ এলাকায় প্রায় ২০ হাজার লোক বসবাস। টি একটি পরিপূর্ণ আবাসিক এলাকা। এ এলাকাকে ঘিরে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং আরও কয়েকটি কওমি মাদ্রাসার ছাত্র-ছাত্রী এ সকল প্রতিষ্ঠানে যাওয়া আসা করে।

ময়লার ভাগাড়ে দুর্গন্ধে কোমলমতি শিশু-শিক্ষার্থীসহ এ এলাকায় বসবাসরত সকল শ্রেণি পেশার মানুষজন চরম ভোগান্তিতে পড়েছে। বারবার পৌর কর্তৃপক্ষকে অবহিত করার পরও কোন কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। সচেতন মানুষের দাবি দ্রæত ময়লার ভাগাড় স্থানান্তরিত করে জনগণের দুর্ভোগ লাঘব করা হোক।

এ ব্যাপারে জানতে চাইলে এ এলাকায় বসবাসরত সুশীল ব্যক্তিত্ব সাবেক নিরিক্ষা কর্মকর্তা অমুল্য চন্দ্র দাশ বলেন, আবাসিক এলাকায় ময়লার ভাগাড় নিয়মবহির্ভূত। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রæত এ ভাগাড় অন্যত্র অপসারণ করা উচিত।

কথা হয় আবুল খায়ের নামে আরেক বাসিন্দার সাথে। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা আবাসিক এলাকা। এখানে প্রায় ২০ হাজার লোক বসবাস করে। এই রাস্তা দিয়ে অনেক শিক্ষার্থী স্কুল-কলেজে যাতায়াত করে। আমি নিজেও এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ অবহিত করেছি। কোন ফল পাওয়া যায়নি। ময়লার ভাগাড়ে দুর্গন্ধে অতিষ্ঠ করে তুলেছে এ জনপদের মানুষ জনকে। এর প্রতিকার হওয়া জরুরি।

এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জুনায়েদ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তার জানা নেই। ময়লা থাকলে দ্রæত ময়লা সড়ানোর ব্যবস্থা করা হবে।