জি কে ইউসুফ।। আগামী ২৮শে ফেব্রুয়ারী হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশগ্ৰহন করতে নাগরিক সমাজের মনোনীত মেয়র প্রার্থী হিসেবে গতকাল (২ ফেব্রুয়ারী) মনোনয়নপত্র দাখিল করেন ব্যাবসায়ী কল্যান সমিতি (ব্যাকস) এর বার বার নির্বাচিত সভাপতি আলহাজ্ব শামছুল হুদা।

ছবি : মনোনয়ন পত্র দাখিল করছেন শামছুল হুদা
এসময় উপস্থিত ছিলেন প্রবীন আইনজীবি এডভোকেট রফিক উদ্দিন তালুকদার, ব্যাকসের সাবেক সভাপতি আলহাজ্ব মহিবুর রহমান আমরুজ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মহিব উদ্দিন আহমেদ সোহেল, বিশিষ্ট ব্যাবসায়ী বাবু সুরেঞ্জেন চন্দ্র গোপ, বিশিষ্ট মুরুব্বি মকসুদ আলী, বিশিষ্ট মুরুব্বী আঃ রাজ্জাক সহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ গত কাল মঙ্গলবার ২ ফেব্রুয়ারি, প্রার্থিতা বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি ও ভোট গ্রহণ ২৮ ফেব্রুয়ারি। হবিগঞ্জ পৌর সভায় ভোট হবে ইভিএম এ। এবারের পৌর নির্বাচনে সর্বশেষ তথ্য অনুযায়ী ৭ জন মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।