মিছিল, সাইকেল সোডাউনে মুখরিত হয়ে আছে জেলা নির্বাচন কমিশনের অফিস মনোনয়ন জমা দিচ্ছেন সকল কাউন্সিল প্রার্থীরা।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) সকালে উপজেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র জমা দিয়েছেন ১ নং ওয়ার্ড উমেদনগর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিল প্রার্থী মোছাঃ বিউটি আক্তার।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, বাছাই হবে ৪ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৪টি পৌরসভা এবং গত ১৬ জানুয়ারি দ্বিতীয় দফায় ৬০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
তৃতীয় দফায় ৬৪টি পৌরসভায় ভোটগ্রহণ শেষ হয়েছে এবং চতুর্থ দফায় ৫৬টি পৌরসভার নির্বাচন হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
মহিলা কাউন্সিল প্রার্থী বিউটি আক্তারের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উমেদনগর এলাকার বিশিষ্ট মুরব্বি মোঃ সজলু মিয়া, নিরু মিয়া, সোয়াই মিয়া, তৌহিদ মিয়া, আশরাফুল আলম সবুজ, নানু মিয়া, বাসির মিয়া, কামাল খান, সাহেব আলী, ডাঃ মস্তোফা মিয়া সহ আরো অনেকেই।