স্টাফ রিপোর্টার : আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সুমন দাশ হরি’কে উটপাখি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে হবিগঞ্জ জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। এ সময় সুমন দাস হরিকে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডে উটপাখি মার্কা বরাদ্দ দেওয়া হয়।
সুমন দাশ হরি জানান, ৪নং ওয়ার্ড বাসীর সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখবেন। তাছাড়া দুর্নীতিমুক্ত হবিগঞ্জ বিনির্মাণে সচেষ্ট থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।