হবিগঞ্জ পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 28 July 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ

Link Copied!

 

হবিগঞ্জ সদর : হবিগঞ্জ পৌরসভায় ভিজিএফ কার্যক্রমের আওতায় চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭’শে জুলাই) সকাল ১০ টায় পৌরসভার ৯ টি ওয়ার্ডে এ কার্যক্রম উদ্বোধন করেন হবিগঞ্জ লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এবং পৌর মেয়র মোঃ মিজানুর রহমান মিজানের নির্দেশনায় পৌরসভা ৯ টি ওয়ার্ডের পৃথক পৃথক বিতরণ কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হয়।

 

ছবি: ভিজিএফ চাল বিতরণ করছেন সাংসদ এডভোকেট মোঃ আবু জাহির।

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র দীলিপ দাশ, পৌর কাউন্সিলর আবুল হাসিম, জাহির উদ্দিন, জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, শেখ মোঃ; উম্মেদ আলী শামীম, পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কদ্দুছ শামীম প্রমূখ।

এবছর হবিগঞ্জ পৌরসভায় ঈদুল আযহা উপলক্ষে ৪৬২১ পরিবারকে ১০ কেজি করে মোট ৪৬,২১০ কেজি চাল বিতরণ করা হয়েছে।