হবিগঞ্জ পৌরসভার ৬ ও ৯নং ওয়ার্ডকে রেড জোন ঘোষণা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 19 June 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ পৌরসভার ৬ ও ৯নং ওয়ার্ডকে রেড জোন ঘোষণা

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ  করোনা ভাইরাস মহামারী দিন দিন বেড়েই যাচ্ছে, কোনোভাবেই থামানো যাচ্ছে না এই অদৃশ্য দানবকে তাই বাধ্য হয়ে গতকাল (বৃহস্পতিবার) সারাদেশের বিভিন্ন জায়গার মতো  হবিগঞ্জ পৌরসভার  ৬ নং  ও ৯ নং ওয়ার্ড কে  রেড জোন ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু হবিগঞ্জের মানুষের মধ্যে নেই সচেতনতা বালাই, অন্যান্য ওয়ার্ডের মত রেডজোন ঘোষিত ৯ নং ওয়ার্ডেও মানুষের স্বাভাবিক চলাফেরা।
শুক্রবার (১৯জুন) সকাল দশটার সময় সরজমিনে গিয়ে দেখা যায়,শায়েস্তানগর বাজারে সব দোকানপাট খোলা মানুষের অবাধ চলাফেরা টমটম, রিক্সার জ্যাম, এমনকি স্বাস্থ্যবিধির তোয়াক্কা করে চায়ের স্টল, খাবারের হোটেলসহ সবকিছুই স্বাভাবিকভাবে বেচাকেনা হচ্ছে। হবিগঞ্জের মানুষের চলাফেরা এমন, রেড জোন তো দূরের কথা তাদের দেখলে বুঝাই যায়না দেশে করোনা ভাইরাস আছে। এমন অবস্থায় প্রশাসনের কাছে সচেতন মহলের দাবি।হবিগঞ্জের সাধারণ মানুষকে সচেতনতার লক্ষ্যে প্রয়োজনে কঠোর অবস্থানে যাওয়ার জন্য।