হবিগঞ্জ পৌরসভার ৬৮ ইমাম ও মুয়াজ্জিন পেলেন ঈদ উপহার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 26 April 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ পৌরসভার ৬৮ ইমাম ও মুয়াজ্জিন পেলেন ঈদ উপহার

Link Copied!

হবিগঞ্জ সদর উপজেলা পরিষদে আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার অধীন সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সাথে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান এবং ঈদ উপহার প্রদান করা হয়।

মঙ্গলবার ( ২৬ এপ্রিল) হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলতায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

উপজেলা নির্বাহী অফিসার, হবিগঞ্জ সদর (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ইয়াসিন আরাফাত রানা এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান, মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান, ফেরদৌস আরা বেগম প্রমুখ।

এসময় হবিগঞ্জ পৌরসভার ৬৮ জন ইমাম ও মুয়াজ্জিন এর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।