স্টাফ রিপোর্টার : শুক্রবার (১০ই জুলাই) সকাল ১১ টার সময় শেখ হাসিনার আহবান তিনটি করে গাছ লাগান” এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
হবিগঞ্জ পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবু জাহির এমপি, হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান মিজান, এছাড়াও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মিজানুর রহমান মিজান বলেন বাংলাদেশ সরকারের আহবানে বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল ও সার্থক করার জন্য সর্বস্তরের মানুষের এগিয়ে আসা উচিত কারণ গাছ থাকলে অক্সিজেন থাকবে অক্সিজেন থাকলে মানুষ বাঁচবে। আমাদের নিজেদের প্রয়োজনেই গাছ লাগাতে হবে।