খায়রুল ইসলাম সাব্বির || হবিগঞ্জে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। কয়েক দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২৫-৩০ টাকা।
বাজারে পেঁয়াজ কিনতে এসে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। ক্রেতারা বলছেন যেভাবে দিন দিন মূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে পেঁয়াজ না খেয়েই থাকতে হবে।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে আড়তদাররা পেঁয়াজের দাম বাড়িয়েছেন। ফলে তাদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর আড়তদাররা বলছেন- ভারতে পেঁয়াজের বুকিং রেট বেড়েছে।
এ কারণে আমদানি কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। আর তাতে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম।
বুধবার (৬ অক্টোবর) হবিগঞ্জে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা কেজি দরে। অথচ ৪-৫ দিন আগেও পেঁয়াজের কেজি ছিল ৩০-৩৫ টাকা।
অর্থাৎ কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ২০-২৫ টাকা। তবে দাম আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন খুচরা ব্যবসায়ীরা।
শহরের ধুলিয়াখালের খুচরা ব্যবসায়ী আব্দুল আউয়াল বলেন, বুধবার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা কেজিতে। তিনি বলেন, পেঁয়াজের দাম বেড়েছে। শুনেছি ভারত থেকে পেঁয়াজ আমদানি কমেছে, এই অজুহাতে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। আর তার প্রভাব পড়েছে খুচরা বাজারে।
শহরের চৌধুরী বাজরে পেঁয়াজ কিনতে আসা শায়েস্তানগরের বাসিন্দার সোহান বলেন, এক সপ্তাহ আগেও ৩০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছি। অথচ আজকে কিনছি ৬৫ টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ দাম বেড়েছে।
শহরের চৌধুরী বাজরে কয়েক জন ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারতে অতিবৃষ্টি ও বন্যার কারণে পেঁয়াজের ক্ষেত নষ্ট হয়েছে।
এছাড়াও পূজার কারণে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে কৃষকরা ক্ষেত থেকে পেঁয়াজ ওঠানো কমিয়ে দিয়েছেন। এর প্রভাব পড়ছে বাজারে।