হবিগঞ্জ পুলিশ লাইন্সে পুনাকের পিঠা উৎসব ॥ মুগ্ধ দর্শনার্থীরা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 12 February 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ পুলিশ লাইন্সে পুনাকের পিঠা উৎসব ॥ মুগ্ধ দর্শনার্থীরা

Link Copied!

হবিগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর
আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পৌষের পিঠা উৎস।

শনিবার (১২ ফেব্রুয়ারি) পুলিশ লাইন্স মাঠে পিঠা উৎসবের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি ও তাঁর সহধর্মিণী পুনাক সভানেত্রী মিসেস তাহেরা রহমান।

এছাড়া জেলার ৯টি থানার ওসি, জেলা বিশেষ শাখা, জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ লাইন্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন, আবহমান বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব হচ্ছে পিঠা উৎসব। পিঠা ছাড়া মিষ্টি শীতের আমেজ অনুভব করা সম্ভব নয়। পিঠা এখন আর শুধু গ্রামীণ জনপদের
আয়োজন নয়। শহরের মানুষের সংস্কৃতিতে পিঠা এখন অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

পিঠা উৎসবসহ বিভিন্ন জনকল্যাণমূলক
কার্যক্রম পরিচালনা করছে পুনাক। এর ফলে সামাজিক দায়বদ্ধতার জায়গাতে আমাদের প্রশান্তি তৈরি হয়েছে। এসব কার্যক্রম আমাদের কর্মপ্রেরণার উৎস যোগায়।

আয়োজক সংগঠন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নেতৃবৃন্দ জানান, এই পৌষের পিঠা
উৎসবে ভাপা, পাটিসাপ্টা, কুশলী, রসপিঠা, চিতই, তাল পিঠা ও চিকেন সামুচাসহ বিভিন্ন প্রকার পিঠা প্রদর্শন করা হয়।

পরে সমবেত অতিথিবৃন্দকে পিঠা পরিবেশন করা হয়। পিঠা স্টল প্রদর্শনীতে ১ম স্থান অর্জন করেছে বানিয়াচং থানা।