হবিগঞ্জ পাসপোর্ট অফিসে নজিরবিহীন দুর্নীতি : ঘুষের টাকা ভাগ-বাটোয়ারার ভিডিও ফাঁস - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 11 February 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ পাসপোর্ট অফিসে নজিরবিহীন দুর্নীতি : ঘুষের টাকা ভাগ-বাটোয়ারার ভিডিও ফাঁস

Link Copied!

তারেক হাবিব :  ভোগান্তি, হয়রাণি, ঘুষ-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার আরেক নাম হবিগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস। এ অফিসে যেন সেবার চেয়ে ভোগান্তিই বেশী বলে অভিযোগ করেছেন ভোক্তভোগীরা। ফলে সেবা নামক শব্দটি সরকারী এ দপ্তরে এখন দু®প্রাপ্য হয়ে পড়েছে সাধারণ মানুষের জন্য। জানা গেছে, হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসটি দালাল ও অসাধু কর্মকর্তা, কর্মচারীদের দখলে চলে গেছে। দালাল বা ওই অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারী ছাড়া ভেতরে প্রবেশ করাই কঠিন।

অফিসের ভেতরে দায়িত্বরত আনসার সদস্য থেকে শুরু করে কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে এক বিশাল সিন্ডিকেটে তৈরি হয় পাসপোর্ট। সিন্ডিকেট ছাড়া প্রবেশ করলেই শুনতে হয় বকা-ঝকা। তবে সিন্ডিকেটের মাধ্যমে কাজ করলে লাগেনা কোন কিছুই। আছে পুলিশ ভেরিফিকেশন, জন্মনিবন্ধন সনদ ও সত্যায়িত করার সীল। তাদের চাহিদামত টাকা দিলেই মুহূর্তের  মধ্যে তৈরি হয়ে যায় প্রয়োজনীয় কাগজপত্র। আর ঘুষ না দিলে ঘুরতে হয় মাসের পর মাস।

 

 

 

সরকার সাধারণ মানুষদের উন্নত সেবা দিতে হাজার কোটি টাকা খরচ করে সহজে সেবা নিশ্চিত করতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ব্যবস্থা চালু করলেও হচ্ছে না কোন প্রতিকার। তথ্য আছে, হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের বাইরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের প্রবেশদ্বারে ফটোস্ট্যাট ও কম্পিউটারের দোকানদাররাও জড়িত রয়েছেন পাসপোর্ট তৈরি বাণিজ্যে। ফটোকপি ও বা ফরম পূরণের জন্য তাদের কাছে গেলে নানা সুবিধার আশ্বাস দিয়ে ফুসলিয়ে পুরো দায়িত্ব নেন তারা। ৭

থেকে ৮ হাজার টাকার বিনিময়ে মাসের মধ্যেই তৈরি হয়ে যায় পাসপোর্ট। জানা গেছে, ফরমের গায়ে দালালদের নাম সম্বলিত জমাকৃত প্রতিটি পাসপোর্টে থাকে বিভিন্ন সংকেত। যা থেকে সহজেই বুঝা যায় এটি কার জমা। অফিস শেষে কোনো এক সময়ে পৌঁছে দেয়া হয় অফিস খরচ নামে কর্মকর্তাদের ভাগের টাকা। হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালালের তালিকায় রয়েছেন কথিত কিছু সাংবাদিক, নামধারী মানবাধিকার কর্মী, দলীয় লগো ব্যবহার করা নেতা। অনুসন্ধানে জানা যায়, দালালের পর পুলিশ ক্লিয়ারেন্সের জন্য হবিগঞ্জ পুলিশের জেলা বিশেষ শাখা (ডিএসবি)’র কতিপয় সদস্যরাও রয়েছেন বাণিজ্যে।

মামলা, অভিযোগসহ নানা অযুহাতে চলে তাদের বাণিজ্য। দৈনিক আমার হবিগঞ্জ-এর অনুসন্ধানী গোপন ক্যামেরায় বেরিয়ে এসেছে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালালের কিছু দুর্নীতির চিত্র। জানা গেছে, ওই অফিসে কর্মরত দালাল ও কতিপয় দুর্নীতিবাজ কর্মচারীদের যোগসাজসে সেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেয়া টাকা দিন শেষে ভাগ-বাটোয়ানা হয় সহকারী পরিচালকের গোপন খাস খামরায়। এ প্রতিনিধির গোপন ক্যামেরায় উঠে আসা ৬ মিনিট ৫৬ সেকেন্ডের একটি ভিডিও অনুসন্ধানে দেখা যায়, হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের একাউন্ট অফিসার রবীন্দ্রনাথ রায় ও সহকারী পরিচালকের ব্যক্তিগত সহকারী মজলিশ মিয়া একটি কক্ষে মোটা অঙ্কের দুটি টাকার প্যাকেট খুলে দীর্ঘক্ষণ ধরে গুণে ভাগ-বাটোয়ারা করছেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই অফিসের জনৈক কর্মচারী এ প্রতিনিধিকে জানান, হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের বড়কর্তা সহকারী পরিচালক আইরিন পারভীন ডালিয়া’র গ্রামের বাড়ি ব্রাহ্মণবাডিয়া জেলার নবীনগর এলাকায়। মজলিশ মিয়া ও রবীন্দ্রনাথ রায় তারই প্রতিবেশী। একই এলাকায় হওয়ার সুবাদে তারা একে অপরের যোগসাজসে দেদারছে চালিয়ে যাচ্ছেন অপকর্ম।

তিনি আরও জানান, দালাল ও কতিপয় কর্মচারীদের মাধ্যমে উত্তোলিত টাকা সপ্তাহের প্রতি মঙ্গলবারে ভাগবাটোয়ারা হয়ে থাকে। আর এ টাকার একটি বিশেষ অংশ পেয়ে থাকেন বড় কর্তা সহকারী পরিচালক।

এ ব্যাপারে অভিযুক্ত মজলিশ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আপনার সাথে ফোনে কোন কথা বলা যাবে না, সরাসরি আসেন ভিডিওটা দেখান তার পর কথা বলব’। দৈনিক আমার হবিগঞ্জ-এর ল্যান্ড ফোন ও মোবাইল ফোন থেকে সহকারী পরিচালক আইরিন পারভীন ডালিয়া ও রবীন্দ্রনাথ রায়ের মোবাইল নাম্বারে পরপর ১০ বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কল রিসিভ করেননি।