এমএ রাজা : হবিগঞ্জবাসী দীর্ঘ প্রায় দুই যুগ ধরে মুক্তি পায়নি জলাবদ্ধতা থেকে, হবিগঞ্জ শহরের এমন কোন ওয়ার্ড নেই যেখানে বৃষ্টি হলে পানি জমে না প্রায় প্রতিটা ওয়ার্ডেই বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় এতে করে পৌরবাসীর দুর্ভোগ পোহাতে হয়। এমনকি হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সামনেও অল্প বৃষ্টিতে বন্যা হয়ে যায়। আমরা যতদূর জানি সাবেক পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছ থাকাকালীন সময় থেকে বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান ও নিরলস পরিশ্রম করে যাচ্ছেন পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য।
কিন্তু বাস্তবে হবিগঞ্জবাসী জলাবদ্ধতা থেকে কতটুকু মুক্তি পেল সেটাই দেখার বিষয়। যদিও বেশ কিছু কাজ শহরে দেখা যাচ্ছে পানি নিষ্কাশনের জন্য করা হচ্ছে। এখন অপেক্ষার পালা এই কাজগুলো শেষ হলে বাস্তবে কতটুকু জলাবদ্ধতা থেকে মুক্তি পায় হবিগঞ্জ পৌরবাসী।
এ বিষয়ে আমরা কথা বলেছি পৌর মেয়র মিজানুর রহমান মিজানের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন, হবিগঞ্জ পৌরসভা মূলত দুই ভাগে বিভক্ত একটা পূর্বভাগ একটা পশ্চিম ভাগ। তিনি বলেন জলাবদ্ধতা বেশি হয় পূর্বভাগে কারণ পূর্বভাগে বাসিন্দাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা একমাত্র পুরাতন খোয়াই নদী দিয়ে আর পুরাতন খোয়াই দীর্ঘদিন ধরে অবৈধ দখলদাররা দখল করে আছে। যদিও কিছুদিন আগে অনেকটাই অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়েছে। পুরাতন খোয়াই নদী যতটুকু উদ্ধার করা হয়েছে সেইটুকু দিয়েই পৌরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তবে পৌরবাসীকে জলাবদ্ধতা থেকে শতভাগ মুক্ত করতে হলে পুরাতন খোয়াই নদী পুরোপুরি অবৈধ দখলদারদের থেকে উদ্ধার করতে হবে এবং খোয়াই নদী পুনরায় ড্রেসিং করে নাতিরাবাদে পাম্পহাউস করতে হবে। এতে করে আমি মনে করি হবিগঞ্জবাসী জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্তি পাবে।
এ বিষয়ে আমরা আরও কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত এর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন, হবিগঞ্জ শহরে এখনও পুরোপুরি ভাবে ড্রেনেজ ব্যবস্থা হয়নি বর্তমান পানি নিষ্কাশনের জন্য যা দরকার। তবে তিনি দাবি করেন পুরাতন খোয়াই নদী উদ্ধার কাজ করোনার জন্য বন্ধ আছে এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় আবার পুরাতন খোয়াই নদী উদ্ধার কাজ শুরু হবে এবং উদ্ধারকাজের জন্য যথেষ্ট বাজেট আমাদের কাছে আছে। উদ্ধার কাজ পুরোপুরি শেষ হলে এই জলাবদ্ধতার সমস্যা থাকবে না বলে আমি মনে করছি।