ঢাকাThursday , 5 September 2024
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

Link Copied!

ভুয়া ভাউচার দিয়ে বিল উত্তোলণ, বাসা ভাড়ার নামে সরকারি কোষাগার থেকে অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে হবিগঞ্জ দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফারুক মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মোহাম্মদ আব্দুল ওয়াহিদ নামে এক ব্যক্তি। তিনি একই মাদ্রাসার সহকারি মৌলভী হিসেবে কর্মরত আছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, অধ্যক্ষ মোঃ ফারুক মিয়া এবং সহকারি অধ্যাপক মোঃ আব্দুল মুকিত, হেলাল উদ্দিন, জুনিয়র মৌলভী মুজাহিদুল ইসলামসহ আরও কয়েকজন বেআইনিভাবে সরকারি কোষাগার থেকে বাসা ভাড়ার নামে অর্থ আত্মসাত, ভুয়া ভাউচার দিয়ে বিল উত্তোলণসহ আরও নানা অনিয়ম করে আসছেন।

এ ব্যাপারে অভিযুক্ত অধ্যক্ষ মোঃ ফারুক মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, অভিযোগ সত্য নয়, আপনারা প্রয়োজনে যাচাই করুন। অভিযোগকারী সহকারী মৌলভী আব্দুল ওয়াহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অধ্যক্ষ মোঃ ফারুক মিয়ার নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদ্রাসার অর্থ আত্মসাতসহ নানা অপকর্ম করে আসছে। যার দ্রæত আইনী ব্যবস্থা গ্রহন করা জরুরী।