তারেক হাবিব : বিশ্বব্যাপী চলমান প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্রæত বিস্তার লাভ করায় সংকটময় পরিস্থিতিতে হবিগঞ্জ থেকে প্রকাশিত সকাল দৈনিক, সাপ্তাহিক পত্রিকা গুলোর প্রকাশনা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার ২৬ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এ ভাইরাসের প্রভাব বিস্তার স্বাভাবিক হলে আবার পূনরায় প্রকাশনায় আসবে স্থানীয় দৈনিক গুলো। তবে স্থানীয় দৈনিক ‘দৈনিক আমার হবিগঞ্জ’, ‘দৈনিক হবিগঞ্জ সমাচার’, ‘দৈনিক হবিগঞ্জ জনতর এক্সপ্রেস’সহ কয়েকটি পত্রিকার অনলাই ভার্সন, নিয়মিত খোলা থাকবে বলে জানা গেছে।