হবিগঞ্জ জেলা যুব মৈত্রী'র সম্মেলন অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 17 November 2022

হবিগঞ্জ জেলা যুব মৈত্রী’র সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

বাংলাদেশ যুব মৈত্রী হবিগঞ্জ জেলা কাউন্সিলের ২য় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১ টায় ওয়ার্কার্স পার্টি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রীজস্থ কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

যুব মৈত্রী কাউন্সিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোতাসির বিল্লাহ সানি।

বাংলাদেশ যুব মৈত্রী হবিগঞ্জ জেলা কমিটির আহবায়ক আফজাল তালুকদারে সভাপতিত্বে এবং সদস্য স্বপন দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির হবিগঞ্জ জেলা ইনচার্জ ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তপন দত্ত চৌধুরী, সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য কমরেড সিকান্দার আলী, হবিগঞ্জ জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড জালাল উদ্দিন। সম্মেলনে আফজাল তালুকদারকে আহবায়ক করে করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়