হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতির ভাই বাবুলের আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভোর রাতে জায়গা দখল (ভিডিওসহ) - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 3 August 2020

হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতির ভাই বাবুলের আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভোর রাতে জায়গা দখল (ভিডিওসহ)

Link Copied!

তারেক হাবিব।। হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের বড় ভাই এমদাদুর রহমান বাবুলের বিরুদ্ধে এবার নিরীহ পরিবারের জায়গা দখলের অভিযোগ উঠেছে। শহরের কালীগাছ তলায় বাইপাস সড়কের চৌমুহনী চত্তরের পাশে ৩ শতাংশ জায়গা জোর দখল করে রেখেছেন তিনি।

জানা যায়, হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ গ্রামের মৃত তালিব হোসেনের পুত্র আব্দুল নুর প্রায় ২০ বছর আগে ১০.৮০ শতাংশ জায়গা ক্রয় করেন বিরেন্দ্র লাল সমাজপতি নামে এক লোকের কাছ থেকে। র্দীঘদিন ধরে তিনি ওই জায়গা ভোগ করে আসলেও সম্প্রতি জায়গার প্রতি কূ-নজর পড়ে হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের বড় ভাই ও রিচি গ্রামের মুক্তার হোসেনের পুত্র এমদাদুর রহমান বাবুলের। নিজের বাসার ভৌগলিক সৌন্দর্য্য বৃৃদ্ধিতে তিনি অন্যের জায়গা জোর দখল করছেন বলে জানা গেছে।

ভিডিওঃ ৩ আগস্ট ২০২০, ভোর রাতে বাবুলের জায়গা দখলের চেষ্টা।

অভিযোগ রয়েছে বৈধ মালিকানার কোন কাগজপত্র না থাকলেও কেবল পেশী শক্তির বলে তিনি ওই জায়গা জোর দখল করে ঘর নির্মাণের চেষ্টা করছেন তিনি। জীবনের এক মাত্র সম্বল হারানো ভয়ে জায়গার প্রকৃত মালিক আব্দুল নুর বিচারের আশায় ঘুরেছেন সমাজ পতিদের দ্বারে-দ্বারে। কিন্তু সবাই জানিয়ে দিয়েছেন এমদাদুর রহমান বাবুল তাদের নিয়ন্ত্রণের বাহিরে। অবশেষে বাধ্য হয়েই দ্বারস্থ হয়েছে আদালতের। আদালত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিলেও এতে কোন কর্ণপাত না করে আদালতের ডাকে হাজিরও হননি এমদাদুর রহমান বাবুল। তবে জায়গার প্রকৃত মালিক আব্দুল নুর বিক্রি বা মালিকানা হস্তান্তর করতে না চাইলেও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপোষের চেষ্টাও করেছেন তিনি। এদিকে নিজের জায়গা অবৈধ দখল মুক্ত করতে আদালতের দ্বারস্থ হয়েও বিপাকে পড়েছেন আব্দুল নুর। বিভিন্ন মহল থেকে প্রতিনিয়তই দেয়া হচ্ছে হুমকি-ধমকি। এমনকি দখলকৃত জায়গায় সজ্জিত করে রেখেছেন একদল লাটিয়াল বাহিনী। সর্বশেষ আদালতের নির্দেশমতে ৩ আগষ্ট সোমবার দুপুরে নির্মাণ কাজ বন্ধ করে দেয় হবিগঞ্জ সদর থানা পুলিশ।

ভোক্তভোগী আব্দুল নুর ‘‘দৈনিক আমার হবিগঞ্জ’’কে দেয়া এক ভিডিও সাক্ষ্যাৎকারে জানান, দীর্ঘদিন ধরে তিনি ওই জায়গা ভোগ দখল করে আসছেন। প্রায় ২০ বছর আগে বৈধ ভাবে জায়গা ক্রয় করেন তিনি। কোন বিক্রি বা মালিকা হস্তান্তরের ব্যাপারে কারো সাথে তিনি চুক্তিবদ্ধ নন। সম্প্রতি এমদাদুর রহমান বাবুল তার বাসার সৌন্দর্য্য বৃদ্ধিতে আব্দুল নুরের জায়গা দখলের চেষ্টা করছেন।

এ ব্যাপারে অভিযুক্ত এমদাদুর রহমান বাবুলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জায়গাটি তার বৈধ ক্রয়কৃত, প্রায় ২০০০ইং সালে তিনি নোয়াহাটি এলাকার এক সমাজপতি পরিবার থেকে ক্রয় করেন। এ জায়গা সংক্রান্ত তার সকল বৈধ কাগজ আছে। জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সমাধান করার জন্য রিচি গ্রামের বিশিষ্ট মুরব্বীরা চেষ্টা করেছেন। তবে আব্দুল নুর তাদের কথা মত আসেননি। শুনেছি জায়গাটি তিনি কোন এক পরিবার থেকে ২০ বছর আগে ক্রয় করেছেন। পরে যেহেতু আব্দুর নুর আদালতের দ্বারস্থ হয়েছেন তাই বিষয়টি আদালত দেখবেন।

হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান মিজানের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, ‘‘জায়গাটি যেহেতু আদালতের নিষেধাজ্ঞা ছিল, তাই সবারই উচিত ছিল আদালতের নির্দেশ মেনে চলা। অভিযুক্ত এমদাদুর রহমান বাবুল আদালতের নির্দেশ না মেনে সেখানে ঘর নির্মাণের চেষ্টা করছেন এটা বেআইনি। আদালতের বিচারে জায়গার প্রকৃত মালিকই তার জায়গা বুঝে নিবেন বলে আশা করি।’’

হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী জানান, আদালতের নির্দেশ মানা হবে। আদালতের নির্দেশনার পুলিশ দায়িত্ব পালন করবে।

শীর্ষ সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়