হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার মোহাম্মদ আলী পাঠান আর নেই - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 23 November 2019
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার মোহাম্মদ আলী পাঠান আর নেই

অনলাইন এডিটর
November 23, 2019 6:02 pm
Link Copied!

ছবিঃ মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী পাঠান এর ফাইল ছবি।

তোফাজ্জল হোসেন চৌধুরী বাবু মাধবপুর থেকে।। মুক্তিযুদ্ধের সংগঠক হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী পাঠান আর নেই।শনিবার ( নভেম্বর) সকাল ৯ টায় রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ,৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার সকাল ১০ টায় হবিগঞ্জ জেলা বার প্রাঙ্গনে প্রথম নামাজে জানাজা, সকাল ১১ টায় মাধবপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দ্বিতীয় নামাজে জানাজা এবং মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।