হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিস দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 22 August 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিস দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা

অনলাইন এডিটর
August 22, 2020 11:39 pm
Link Copied!

ছবি: ঘুষের টাকা ফেরত চেয়ে জেলা শিক্ষা অফিসে শিক্ষক-কর্মচারীদের হট্টগোল।

 

এম.এ.রাজা : হবিগঞ্জ জেলার মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ঘুষ ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখ্য, সরকারি ভাবে নতুন নিবন্ধনকৃত স্কুলগুলোতে শিক্ষকদের তালিকা করনের জন্য নতুনভাবে আবার ফাইল তৈরি করে পাঠাতে হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আঞ্চলিক শিক্ষা অফিস সিলেটে ।

সেক্ষেত্রে স্থানীয় জেলা শিক্ষা অফিসারের সুপারিশ লাগে। আর এই সুপারিশ করনের জন্য হবিগঞ্জ জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ ফাইল প্রতি ১০হাজার, ২০হাজার বা ৫০ হাজার এমনকি ক্ষেত্র বিশেষে ১ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে থাকেন। ঘুষ নিয়ে অনেক ফাইল সুপারিশ করলেও,আবার অনেক ক্ষেত্রে অদৃশ্য কারণবশত টাকা নিয়েও সুপারিশ করতে গড়মিসি করেন বলে অভিযোগ রয়েছে। চতুর ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ তিনি অফিসে বসে ঘুষের টাকা লেনদেন না করে, চালাকি করে অফিসের ছাদে বাগান দেখানোর কথা বলে সেখানে গিয়ে ঘুষের টাকা লেনদেন করেন। এমনই একাধিক অভিযোগ নিয়ে গত ২১ আগস্ট সন্ধ্যা সাতটার সময় জেলার বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষকরা হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে ঘুষের টাকা ফেরত চেয়ে হট্টগোল করেন।

 

ছবি: শিক্ষা অফিসে হট্টগোলে গণমাধ্যমকর্মীরা পৌঁছালে, শিক্ষক-কর্মচারীরা কান্নাকাটি করে অভিযোগ করেন।

 

সে সময় আমার হবিগঞ্জ পত্রিকার প্রতিনিধি ও দৈনিক জনতা পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি সহ বিভিন্ন মিডিয়া কর্মীরা গেলে শিক্ষকরা কান্নাকাটি করে তাদের অভিযোগ মিডিয়া কর্মীদের কাছে উপস্থাপন করেন। সে সময় একজন স্কুলের কেরানির কাছ থেকে ঘুষ হিসেবে ৫শত টাকা নেওয়ার মতও অভিযোগ পাওয়া গেছে। তরফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নিয়েছেন অথচ এখন পর্যন্ত আমার ফাইলে অদৃশ্য কারণবশত সুপারিশ করছেন না আজ নয়তো কাল বলে আমাকে ঘোরাচ্ছেন। এমন অসংখ্য শিক্ষকদের কাছ থেকে হাজার বা লক্ষ টাকা নিয়েছেন এই ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ। অনেকেই ভয়ে মুখ খুলছেন না তার বিরুদ্ধে কারণ স্থানীয় এক জনপ্রতিনিধির হাত আছে নাকি তার মাথার উপর সেই ভয়ে।

এ সময় আবু তাহের প্রধান শিক্ষক রত্না উচ্চ বিদ্যালয়, মোঃ হোসেন মিয়া হাজী আব্দুল হালিম উচ্চ বিদ্যালয়, মোঃ আব্দুল কাদের সহকারি শিক্ষক তরফ উচ্চ বিদ্যালয়, দীপক কুমার দাস সহকারী শিক্ষক রত্না উচ্চ বিদ্যালয়, মোঃ কামাল হোসেন বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়, আব্দুল আওয়াল সহকারি শিক্ষক তরফ উচ্চ বিদ্যালয়, তৌহিদ মোঃ এনায়েত সিদ্দিকি সহকারি শিক্ষক তরফ উচ্চ বিদ্যালয়, এম এ মতিন প্রধান শিক্ষক রামপুর উচ্চ বিদ্যালয় সহ জেলা থেকে আগত আরো অনেক শিক্ষক উপস্থিত ছিলেন।

অভিযোগ আছে হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসেরর তৃতীয় তলার বরাদ্দকৃত গেস্ট হাউজটি অবৈধভাবে নিজের পরিবার-পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন তিনি। এছাড়াও শিক্ষা অফিস এর নিচতলায় নারিকেল, ডাব, কলা বিভিন্ন পণ্য রাখার জায়গা দিয়ে গোডাউন হিসেবে ব্যবসায়ীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা।

প্রবীণ এক শিক্ষক আক্ষেপ করে বলেন, গত প্রায় ৩০ বছর ধরে শিক্ষকতা করে আসছি কিন্তু কখনো অন্য কোন শিক্ষা অফিসারের বিরুদ্ধে এই রকম অভিযোগ শুনিনি। গত প্রায় এক বছর যাবত মোঃ রুহুল্লাহ নামের শিক্ষা অফিসার দায়িত্ব নেওয়ার পর থেকেই এই রকম একের পর এক দুর্নীতি করে আসছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

এছাড়াও অভিযোগ আছে মাধ্যমিক বিদ্যালয়ে যেকোনো নিয়োগ পরীক্ষায় মহাপরিচালকের প্রতিনিধি থাকার নিয়ম প্রচলিত। আর সেই প্রতিনিধি নিয়োগ দেন জেলা শিক্ষা অফিসার। সে ক্ষেত্রে কোন ধরনের টাকা পয়সা নেয়ার নিয়ম ছিল না কিন্তু বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ এই প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে তিন থেকে পাঁচ হাজার টাকা উৎকোচ নেন, নয়তো বিভিন্ন অজুহাতে ফাইল ফেরত দিয়ে দেন এমনই অসংখ্য অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার রুহুল্লার সাথে কথা বলতে চাইলে প্রথমে তিনি কথা বলতে চাননি পরে এলোমেলো ভাবে কথা বলে অভিযোগ অস্বীকার করেন।