স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সদ্য প্রয়াত সদস্য দিজেন্দ্র চন্দ্র দেবের মনোত্তর ভাতা প্রদান করা হয়েছে। সোমবার (৮ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতির কক্ষে হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ এ অনুদান গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি ও স্পেশাল পিপি আবুল মনসুর, সাধারণ সম্পাদক শামছুল হক, অতিন্দ্র দত্ত, স্বরাজ বিশ্বাস, স্বদেশ বিশ্বাস, রণজিত দাস, ইন্দু ভোষণ দাস, দেওয়ান জাকারিয়া, গিয়াস উদ্দিন চৌধুরী বকুল প্রমুখ।
জানা যায়, প্রয়াত আইনজীবি দিজেন্দ্র চন্দ্র দেব মৃত্যুর পূর্বে তার মরোনত্তর ভাতা হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে দান করার আবেদন রাখায় এ অনুদান প্রদান করা হয়।