হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতির সাথে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 20 July 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতির সাথে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

Link Copied!

 

মোঃ হাসান চৌধুরী, নবীগঞ্জ : হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক স্বদেশ বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ ইসমাইল হোসেনের সাথে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে দৈনিক স্বদেশ বার্তার অফিসে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাবেদ মিয়ার নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নবনির্বাচিতরা মতবিনিময় সভায় উপস্থিত হন।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসান চৌধুরী, সহ-সভাপতি মোফাজ্জল ইসলাম সজীব, সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্না, যুগ্ম সম্পাদক মোঃ আলাল মিয়া, সদস্য নাজমুল ইসলাম, মোঃ সফিকুল ইসলাম নাহিদ প্রমুখ।

 

ছবি: মতবিনিময় সভায় নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ

 

এ সময় নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবকে স্বাগত জানিয়ে হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক স্বদেশ বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ ইসমাইল হোসেন বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না। এজন্য স্বচ্ছতা এবং নিরপেক্ষতা হতে হবে প্রতিটি কলমের ধারা। যাতে করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করে। তিনি এসময় নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সার্বিক সহযোগিতার ও আশ্বাস করেন।

নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে হবিগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক স্বদেশ বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ ইসমাইল হোসেনকে ধন্যবাদ জানান নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাবেদ মিয়া ও সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্না। এবং স্বচ্ছতার মাধ্যমে হবিগঞ্জবাসীর সুখে দুঃখে পাশে থাকায় সভাপতি মোঃ ইসমাইল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।