এম.এ.রাজা : বিশ্ব মহামারী করোনা ভাইরাস ভয়াবহ রূপ ধারণ করার কারণে আগামী ৫ ই এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে।
এরই প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগের ব্যবহারিক ও ভাইবা পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এর আগে গত ২ এপ্রিল হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের তিনটি শূন্যপদের নিয়োগের লক্ষ্যে চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
৩টি পদের বিপরীতে মোট ১১শত ৫৩ জন চাকরিপ্রত্যাশী আবেদন করেছেন।সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ৪টি শূন্য পদের বিপরীতে মোট আবেদন করেছে ১১৭ জন, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৩টি শূন্য পদের বিপুরীতে মোট আবেদন করেছেন ৪০ জন এবং সার্টিফিকেট সহকারি তিনটি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ৯৯৬ জন।
সিলেট বিভাগীয় কমিশনার এর তত্ত্বাবধানে এবং হবিগঞ্জ জেলা প্রশাসক এর অধীনে ২ এপ্রিল শুক্রবার সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত বিয়াম ল্যাবরেটরী স্কুল এবং বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দুটি সেন্টারে একযোগে চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
তিনটি পদের বিপরীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ২১৫ জন। এদেরকে নিয়ে আগামী ৪ ও ৫ ই এপ্রিল সিলেট বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে ব্যবহারিক ও ভাইবা পরীক্ষা হওয়ার কথা ছিল।
সারাদেশে লকডাউন ঘোষণার কারণে স্থগিত করে দেওয়া হয়েছে পরীক্ষাগুলো।
এ বিষয়ে সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি জানান,সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ ই এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। এই জন্যই আমরা আপাতত পরীক্ষাগুলো স্থগিত রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার পুনরায় পরীক্ষা গুলো নেব।