ঢাকাMonday , 2 September 2024
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

Link Copied!

হবিগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে হবিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে সোমবার (২সেপ্টেম্বর) বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কল্যাণ সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. শামসুল হক, ।

সভায় নিহত শহীদ পুলিশ সদস্য এবং অন্যান্য শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। কল্যাণ সভায় পুলিশ সুপার মো. রেজাউল খান জেলায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শুনেন।

এ সময় পুলিশ সুপার আরও বলেন, জেলা পুলিশের প্রতিটি সদস্যকে জনসাধারণের পাশে থেকে সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে সর্বস্তরের মানুষের মনে জায়গা করে নিতে হবে। এজন্য পুলিশের সকল সদস্যকে নিষ্ঠা ও সততার সহিত কাজ করার নির্দেশ দেন।

বিশেষ কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), আমিনুল ইসলাম আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), নির্মলেন্দু চক্রবর্তী সহ জেলার জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন