হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডাঃ মুশফিক হোসেন বিপুল ভোটে জয়ী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 18 October 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডাঃ মুশফিক হোসেন বিপুল ভোটে জয়ী

তারেক হাবিব
October 18, 2022 9:46 am
Link Copied!

সারা দেশের ন্যায় হবিগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গত সোমবার  (১৭অক্টোবর) সকাল ৯টায় নির্ধারিত সময়েই জেলার ৮টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে দুপুর ২টা পর্যন্ত।

জেলার ৭নং ওয়ার্ড বাহুবল উপজেলা ব্যতিত বাকী এলাকা গুলোতে চলে ভোটগ্রহন। ওই আসনে কোন প্রার্থী না থাকায় আলাউর রহমান সাহেদ নামে এক সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতা সদস্য নির্বাচিত হয়েছেন।

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরী ঘোড়া প্রতীকে ৯৬১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সোমবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত জাহান তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী মোল্লা আবু নঈম মোঃ শিবলী খায়ের আনারস প্রতীকে ৭৭ ভোট ও কৃষক শ্রমিক জনতা পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নরুল হক ৪৩ ভোট পেয়ে পরাজিত হন।

সংরক্ষিত সাধারণ আসন -১ থেকে দোয়াত কলম প্রতীকে ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিরিন আখতার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাহেলা হক পেয়েছেন ১৬৬ ভোট।

২নং আসনে মাইক মার্কা প্রতীকে ১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন শাম্মী আক্তার সুমি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকে সৈয়দা শরীফা আক্তার পেয়েছেন ৯৬ ভোট।

৩নং আসনে হরিণ মার্কা প্রতীকে ২০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রাহেলা খাতুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা তুজ জোহরা রীনা (সাবেক সদস্য) মাইক মার্কা প্রতীকে পেয়েছেন ৯৯ ভোট।

১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে হাতি মার্কা প্রতীকে ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফেরদৌস মিয়া। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী ভাস্কর জ্যোতি দাস ও জিয়াউর রহমান পেয়েছেন যথাক্রমে ১৩ ভোট।

২নং ওয়ার্ডে তালা মার্কা প্রতীকে ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইমরান মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আসিক মিয়া হাতি মার্কা প্রতীকে পেয়েছেন ৬১ ভোট।

৩নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ মোঃ শফিকুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মতিন আছাব হাতি মার্কা প্রতীকে ৭৬ ভোট।

৪নং ওয়ার্ডে তালা মার্কা প্রতীকে ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ জসিম উদ্দিন। তার নিকটমত প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ফারুক আহমেদ হাতি মার্কা প্রতীকে পেয়েছেন ৩১ ভোট।

৫নং ওয়ার্ডে অটোরিক্সা প্রতীকে ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সদস্য মোঃ নুরুল আমিন ওসমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মুকিত সাবেক সদস্য হাতি মার্কা প্রতীকে পেয়েছেন ৬১ ভোট।

৬নং ওয়ার্ডে অটোরিক্সা প্রতীকে ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল আজিজ। তার নিকটমত প্রতিদ্বন্দ্বী পেয়েছেন জালাল উদ্দিন তালা মার্কা প্রতীকে পেয়েছেন ১৯
ভোট।

৮নং ওয়ার্ডে তালা মার্কা প্রতীকে ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দ শামীম আনোয়ার। তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ মিজানুর রহমান অটোরিক্সা প্রতীকে পেয়েছেন ৬২ ভোট। ৯নং ওয়ার্ডে তালা মার্কা প্রতীকে ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ আইয়ুব আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শামছুদ্দিন শামীম
অটোরিক্সা প্রতীকে পেয়েছেন ৬৬ ভোট।

নির্বাচনে এক হাজার ১০৪ ভোটের মধ্যে এক হাজার ৮৫টি ভোট দিয়েছেন ভোটাররা। এর মধ্যে চারটি ভোট বাতিল করা হয়।

বিকালে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ ফলাফল ঘোষণা করেন। এসব ফলাফল একত্রিত করে পরে নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

এদিকে, নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন দৈনিক আমার হবিগঞ্জ’পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাস গুপ্ত।